পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বাংলায় গণতন্ত্র সুরক্ষিত নয়, রাজ্যপালকে রিপোর্ট পেশের অনুরোধ সুকান্তর - BJP Bangla Bandh - BJP BANGLA BANDH

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 4:05 PM IST

বিজেপির ডাকে 12 ঘণ্টার বাংলা বনধ সফল করতে বাগুইআটিতে মিছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ৷ সেই মিছিল থেকেই তিনি অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতির শিকার হচ্ছেন বাংলার সাধারণ মানুষ এবং বিরোধী দলের নেতা কর্মীরা ৷ যা নিয়ে পুলিশ প্রশাসনকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর বলে অভিহিত করেছেন তিনি ৷ এই ইস্যুতে তিনি অভিযোগ করেছেন, বাংলায় গণতন্ত্র সুরক্ষিত নয় ৷ আর এই মর্মে সুকান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেওয়ার জন্য ৷

অন্যদিকে, বনধের সমর্থনে বিজেপির যে মিছিল এদিন বের করেছিলেন সুকান্ত, সেই মিছিলে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধ্বস্তি হয় বিজেপির নেতা এবং কর্মীদের ৷ এই মিছিলে সুকান্তর সঙ্গে ছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ৷ সুকান্ত জানিয়েছেন, বাংলার মানুষ আজকের বনধকে সবরকমভাবে সফল করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details