স্বামী স্মরণানন্দের মহাসমাধি, ভাণ্ডারার আয়োজন বেলুড় মঠে - Belur Math - BELUR MATH
Published : Apr 7, 2024, 6:25 PM IST
Belur Math: রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ প্রয়াত স্বামী স্মরণানন্দের মহাসমাধি উপলক্ষে রবিবার বিশেষ পুজো, ভজন ও স্মরণসভার আয়োজন করা হল বেলুড় মঠে । এদিন বেলুড় মঠের চিরাচরিত প্রথায় ভোরবেলায়মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশেষ পুজো এবং হোম অনুষ্ঠিত হয় । এছাড়া অস্থায়ীভাবে নির্মিত সভামণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানও হয় । বৈদিক মন্ত্রপাঠ, ভক্তিগীতি, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন বাউল গান-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত স্বামী স্মরণানন্দকে শ্রদ্ধা নিবেদন করা হয় । বিকাল সাড়ে তিনটেয় অনুষ্ঠিত হয় স্মরণসভা ।
প্রয়াত মহারাজের স্মৃতিচারণা করেন অস্থায়ীভাবে নির্বাচিত মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ , স্বামী সুহিতানন্দ, স্বামী ভজনানন্দ, স্বামী সুবীরানন্দ মহারাজ-সহ অন্যরা । এরই মাঝেই অনুষ্ঠানে আগত ভক্ত এবং দর্শকদের জন্য করা হয় ভোগের ব্যবস্থা। এই অনুষ্ঠান উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সকাল থেকেই বেলুড়মঠে আসেন।
গত 26 মার্চ মঙ্গলবার রাত 8টা 14 মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে বেলুড় মঠের ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুড় মঠের নিয়ম অনুযায়ী মৃত্যুর 13 দিনের মাথায় এই অনুষ্ঠান হল । বেলুড় মঠের পরিভাষায় তাকে ভাণ্ডারা বলা হয় । এই অনুষ্ঠান উপলক্ষে সারাদিন মঠ খোলা রাখা হয় রবিবার ।