পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন, দেখুন সরাসরি... - First Session of 18th Lok Sabha - FIRST SESSION OF 18TH LOK SABHA

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 11:02 AM IST

Updated : Jun 25, 2024, 6:04 PM IST

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের আজ, মঙ্গলবার দ্বিতীয় দিন ৷ সোমবার অধিবেশনের প্রথম দিনে লোকসভার প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের সামনে শপথ নেন নবনির্বাচিত 262 জন সাংসদ ৷ শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানরা ৷ আজ শপথ নেবেন বাকি সাংসদরা ৷ তালিকায় রয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, ঘাটালের সাংসদ দেব, হুগলির রচনা বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটের সুকান্ত মজুমদার, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার মতো বাংলার নবনির্বাচিত সাংসদরা ৷ অধিবেশন শুরু হতেই সকলের নজর রয়েছে সেই শপথগ্রহণ অনুষ্ঠানের দিকে ৷ উল্লেখ্য, অধিবেশনের প্রথম দিন লোকসভার স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর ৷ সূত্রের খবর, আজ লোকসভা স্পিকার পদে প্রার্থী হিসেবে কোটার বিজেপি সাংসদ তথা সপ্তদশ লোকসভার স্পিকার ওম বিড়লার নাম ঘোষণা করতে চলেছে এনডিএ সরকার ৷       
Last Updated : Jun 25, 2024, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details