ভোট শেষ, ফিরছেন কর্মীরা; দেখুন ভিডিয়ো... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 25, 2024, 11:04 PM IST
শেষ হল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। ভোটের কাজ সেরে ডিসিআরসি সেন্টারে ফিরছেন ভোট কর্মীরা। সেই চিত্র ধরা পড়ল ঝাড়গ্রামে ৷ এবারের নির্বাচনে রানি ইন্দ্রা দেবী সরকারি গার্লস কলেজকে করা হয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার ৷ ভোট শেষে সেই সেখানে ফিরে ইভিএম, ভিভিপ্যাড-সহ অন্যান্য সামগ্রী জমা দিলেন কর্মীরা। তাঁদের কথায়, "শুরু থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সকালে সবচেয়ে বেশি ভোটারদের ভিড় ছিল। দুপুরের পর এক এক করে ভোটাররা ভোট দিতে আসে ।" অন্যদিকে, ভোট মিটতেই সবুজ আবির নিয়ে খেলতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাঁদের সঙ্গে খেলায় মেতে উঠলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন । ভোটের ফল প্রকাশের আগেই একে অপরকে মিষ্টি খাওয়াতেও দেখা গেল তাঁদের ৷