পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পটের গান থেকে লাইভ পিঠেপুলি তৈরি, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতে বাংলার পার্বণ - Durga Puja 2024 - DURGA PUJA 2024

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 9:23 PM IST

Updated : Oct 4, 2024, 10:58 PM IST

বাংলার বারোমাসে তেরো পার্বণ এবার পুজো প্যান্ডেলে ৷ 85-তম বর্ষে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর থিম বাংলার বিভিন্ন পার্বণ ৷ কাঁচা বাঁশ আর লাল কাপড় দিয়ে নকশা করা বিরাট গেট । মণ্ডপে প্রবেশ করলে মনে হবে যেন শহুরে গলিতে একটুকরো পার্বণের উৎসবমুখর বাংলা উঠে এসেছে । সামনেই টালির চালের ছাউনিতে বিলুপ্ত হওয়া ঢেকি । সেখানেই ধান ভাঙানো হবে । এর পর সেই চাল গুঁড়ো করার পাশাপাশি নানা প্রক্রিয়াকরণ হবে চোখের সামনেই । মণ্ডপেই তৈরি হবে নানা স্বাদের পিঠা । কপাল ভালো থাকলে আপনিও চেখে দেখতে সুযোগ পাবেন তাও পকেটের টাকা খরচ না করেই । গোটা মণ্ডপের দেওয়ালজুড়ে থাকবে নানা মঙ্গলকাব্যের বিভিন্ন লেখা । অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতা, ষষ্ঠীমঙ্গল কাব্য থেকে নেওয়া কিছু অংশের পাশাপাশি পৌষ পার্বণ, ইতুপুজো, নবান্ন উৎসব সবই রয়েছে ৷

শিল্পী উপাসনা চট্টোপাধ্যায় জানান, বছরভর পালিত হওয়া বাংলার নানা পার্বণের কথা তুলে ধরা হচ্ছে । থাকছে পিঠে পুলির লাইভ পারফরম্যান্স ও পটের গান । আসলে একটা সময় এইসব পার্বণকে ঘিরে মহিলারা এক ছাতার তলায় আসতেন । সংসারের কথা, সুখ-দুঃখ এক অপরের সঙ্গে ভাগ করে নিতেন । সকলে এক জায়গায় একত্রিত হত । দুর্গা এখানে অন্নপূর্ণারূপে । চাল দান করার কথা ফুটে উঠেছে । প্রতিমাকে পরানো হচ্ছে বাংলার নিজস্ব নকশা শাড়ি । মণ্ডপে এলে গ্রাম বাংলার মানুষকে খুঁজে পাবেন । অস্ত্র নয়, ধান থাকবে মায়ের হতে ।

পুজোর কর্মকর্তা ইলোরা সাহা জানিয়েছেন, প্রতি বছর মহিলাকেন্দ্রিক চিন্তাভাবনার প্রকাশ ও উপস্থাপনা করা হয় । এবারও তেমনই একটি বিষয় পার্বণ । শিল্পীও মহিলা । সকল দর্শনার্থীদের ভালো লাগবে ৷ 

Last Updated : Oct 4, 2024, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details