পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

LIVE: রাজ্যসভায় শুরু হল অধিবেশন, দেখুন সরাসরি - Rajya Sabha SESSION 2024 - RAJYA SABHA SESSION 2024

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 11:03 AM IST

Updated : Jul 2, 2024, 8:39 PM IST

Rajya Sabha SESSION 2024: বিরোধী সাংসদদের এই আচরণে আমি ব্যথিত ৷ বিশেষ করে মল্লিকার্জুন খাড়গের ভূমিকায় আমি হতাশ ৷ তাঁর সংসদীয় রাজনীতির অভিজ্ঞতা কয়েক দশকের ৷ তাঁর অনেক দায়িত্ব এবং তিনিও তা সম্পর্কে অবগত ৷ রাজ্যসভার ইতিহাসে কালো দিন ৷ নিট বিতর্কে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই হতাশা ঝরে পড়েছিল উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ ধনকড়ের গলায় ৷ সোমবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে বিরোধীদের হট্টগোলের মধ্যেই চলেছে অধিবেশন ৷ এনটিএ পরিচালিত একাধিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তা নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীরা ৷ পালটা দিয়েছেন বিজেপির রাজ্যসভার নেতা জেপি নাড্ডা, বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী ৷ ফলে আজ অধিবেশনে কী হয়, তাই নজরে থাকবে ৷ রাজ্যসভা অধিবেশন সরাসরি দেখুন ইটিভি ভারতে...
Last Updated : Jul 2, 2024, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details