ভেটাগুড়িতে বিজেপি'র দখলে থাকা দু’টি গ্রাম পঞ্চায়েতে তালা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - POST POLL VIOLENCE - POST POLL VIOLENCE
Published : Jun 5, 2024, 10:38 PM IST
কোচবিহার লোকসভা কেন্দ্রে ভরাডুবির পরই ভেটাগুড়িতে বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি-1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল তৃণমূল। অভিযোগ, বুধবার দুপুরে আইএনটিটিইউসি নেতা বাবলু বর্মণের নেতৃত্বে ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় তৃণমূলের নেতা-কর্মীরা।
আইএনটিটিইউসি নেতা বাবলু বর্মণের অভিযোগ এই গ্রাম পঞ্চায়েতে গত একবছরে কোনও উন্নয়ন হয়নি। সাধারণ মানুষ কোনও পরিষেবা পায়নি। তাই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মঙ্গলবার রাতে নির্বাচনী ফল ঘোষণার পরই ভেটাগুড়ি -2 গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহেশ বর্মন বলেন, "গত একবছর ধরে আমাদের পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয়না। গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নামে টাকা নয়ছয় হচ্ছে। পাশাপাশি সরকারি ওই গ্রাম পঞ্চায়েত গেরুয়া রঙ করা হয়েছে। কেন সরকারি অফিসে গেরুয়া রঙ করা হবে।" এইসবের প্রতিবাদেই মঙ্গলবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । উল্লেখ্য, কোচবিহার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে 39 হাজারেরও বেশি ভোটে হারিয়ে সংসদে যাচ্ছেন তৃণমূলের জগদীশ বসুনিয়া ৷ যা বিজেপি'র উত্তরবঙ্গ সংগঠনের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷