কাঁথি ও তমলুকের বিজেপি প্রার্থীর সমর্থনে হলদিয়ায় ভোটপ্রচারে মোদি, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 20, 2024, 2:47 PM IST
|Updated : May 20, 2024, 4:21 PM IST
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোড়া সভা বাংলায় ৷ রবির পর সোমবারেও পঞ্চমদফার ভোটের দিন বাংলায় নির্বাচনী সভা করছেন প্রধানমন্ত্রী মোদি। তমলুক এবং কাঁথি লোকসভাকে নিয়ে একটি সভা করছেন মোদি। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথির সৌমেন্দু অধিকারীর সমর্থনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ৷ হলদিয়া হেলিপ্যাড ময়দানে জনসভা করছেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর অন্য সভাটি হবে ঝাড়গ্রামে। বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে সভা করবেন মোদি। হলদিয়ার সভা থেকে নরেন্দ্র মোদি ফের তৃণমূলকে আক্রমণ করেন কী বলেন সে দিকে নজর রয়েছে সব পক্ষের ৷ একই সঙ্গে, সন্ন্যাসী এবং ভারত সেবাশ্রম সঙ্ঘ নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের প্রেক্ষিতে মঠের আইনি নোটিশ নিয়েও প্রধানমন্ত্রী কী বলেন সেদিকেও নজর থাকবে।
Last Updated : May 20, 2024, 4:21 PM IST