ভোটের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা, হাড়োয়ায় প্রচারে বিস্ফোরক সেলিম - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 23, 2024, 10:39 PM IST
Lok Sabha Poll in Bengal: 'ভোটের পর তো উনি মুখ্যমন্ত্রী-ই থাকবেন না! তখন সন্দেশখালি যাবেন কীভাবে?' এবার অনেকটা পদ্ম নেতাদের সুরে হুমকি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তবে, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর কেন মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দোপাধ্যায় থাকবেন না তার ব্যাখা অবশ্য মেলেনি দলের এই পলিটব্যুরোর সদস্যের থেকে।
বসিরহাটের বাম প্রার্থী ও সিপিএমের ক্ষেতমজুর সংগঠনের নেতা নিরাপদ সর্দারের সমর্থনে বৃহস্পতিবার হাড়োয়ায় এক রোড-শোতে সামিল হন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি নিজেও এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে অবশ্য ভোট সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। প্রার্থী নিরাপদ সর্দারকে সঙ্গে নিয়ে এদিন হুডখোলা জিপে হাড়োয়া অঞ্চলে নির্বাচনী প্রচার সারেন সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য। কর্মসূচি শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সন্দেশখালি সফর' সংক্রান্ত মন্তব্যের কড়া জবাব দেন। নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের তুলনা টেনে রাজ্যের প্রশাসনিক প্রধানকে খোঁচা দিতেও ছাড়েননি সেলিম।