মতুয়া মন জয়ে আজ বনগাঁয় সভা মমতার, দেখুন সরাসরি ... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 14, 2024, 2:25 PM IST
|Updated : May 14, 2024, 2:59 PM IST
পঞ্চমদফার নির্বাচন 20 মে ৷ এইদিন রাজ্যে 7টি আসনের প্রার্থীদের ভাগ্য গণনা ৷ বনগাঁ কেন্দ্রেও ভোট আগামী সোমবার ৷ তার আগে আজ কল্যানীতে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর ৷ কল্যাণী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের রাম স্বরূপ কারখানা মাঠে জনসভা ৷ এদিন তিনি বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করবেন। উল্লেখ্য, গতকালই শেষ হয়েছে নদিয়ার রাণাঘাট এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন । তাই এবার প্রচারে জোর দিতে চাইছেন লোকসভা কেন্দ্রের হয়ে। বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট শাসকদলের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ ৷ এই বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর । মতুয়া মন জয়ে যে ঘাসফুল ও পদ্ম শিবির ঝাঁপিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না ৷
Last Updated : May 14, 2024, 2:59 PM IST