বৃদ্ধাকে ভোটদানে সাহায্য করায় ব্যক্তিকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 25, 2024, 1:33 PM IST
বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত কোতুলপুর থানার পরমানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের 264 নম্বর বুথ ৷ অভিযোগ এই বুথের ভোটি কম্পার্টমেন্ট অর্থাৎ, ইভিএম যেখানে রাখা রয়েছে, সেখান কোনও আলো ছিল না ৷ সেই কারণে এক বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে প্রহৃত হলেন এক ব্যক্তি ৷ মানিক পাঠান নামে ওই ব্যক্তির অভিযোগ তাঁর পিছনে যে বৃদ্ধা ছিলেন, তিনি অন্ধকার থাকায় কিছুই দেখতে পাচ্ছিলেন না ৷ তাই তাঁকে সাহায্য করতে গিয়েছিলেন ৷
তিনি অভিযোগ করেছেন, যখন বৃদ্ধাকে সাহায্য করতে যান, তখনই বুথের দরজার সামনে থাকা বাহিনীর জওয়ান ভিতরে আসেন এবং তাঁকে সেখান থেকে টানতে টানতে বের করে দেন ৷ এমনকি গালাগালিও করতে থাকেন ৷ অভিযোগ মানিক প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় ৷ তাঁর হাত ও পায়ে আঘাত লেগেছে বলে অভিযোগ ৷ ঘটনা নিয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার এবং বাহিনীর তরফে কোনও মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে ৷