পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নিত্যদিন দুর্ঘটনা! ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে কামারপুকুরে রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের - Road Accident in Kamarpukur - ROAD ACCIDENT IN KAMARPUKUR

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 7:56 PM IST

দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জখম দুই বাইক আরোহী ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ শুক্রবার হুগলি জেলার কামারপুকুরের সিনেমাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ৷ আহত ব্যক্তির নাম মহাদেব মণ্ডল, বয়স 54 বছর ৷ জখম ও ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কামারপুকুর স্বাস্থ্য কেন্দ্রে ৷ সেখান থেকে তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে বলে সূত্রের খবর ৷

স্থানীয়দের অভিযোগ, প্রায় নিত্যদিন এই এলাকায় দুর্ঘটনার ঘটে ৷ কোনও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেনি প্রশাসন ৷ তাই ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে অবরোধকারীরা ৷ এক বিক্ষোভকারী সুকুমার সিং বলেন, "এখানে একজন সিভিক দেওয়া হোক ৷ এখানে কামারপুকুর কলেজ, কামারপুকুর মিশন স্কুল, কামারপুকুর নয়নতারা স্কুল আছে ৷ এছাড়া হাইস্কুল রয়েছে ৷ এই রাস্তা দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা যাতায়াত করে ৷ কিন্তু গাড়িগুলি অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে ৷ এর আগেও দুর্ঘটনা ঘটেছে ৷ আজ যে দুর্ঘটনা ঘটেছে, তাতে একজনের পরিস্থিতি খুবই খারাপ ৷ পুলিশকে বললেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ ওই জন্যই অবরোধ করছি ৷"

রাস্তাটিতে সিভিক ভলান্টিয়ার মোতায়েন ও স্পিড ব্রেকারের দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা ৷ কামারপুকুর-বেঙ্গাই রাজ্য সড়ক অবরোধে যানজট তৈরি হয় ৷ রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ, বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷ 

ABOUT THE AUTHOR

...view details