পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

দৈনন্দিন জীবনে মানসিক চাপের ছবি তুলে ধরল কল্যাণপুর কে সেক্টরের পুজো - DURGA PUJA 2024

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 4:18 PM IST

Durga Puja 2024: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কল্যাণপুর কে সেক্টরের সর্বজনীন দুর্গাপুজো এবার 38তম বর্ষে পদার্পণ করল । এ বছর তাদের থিম 'মানসিক চাপ' । দৈনন্দিন জীবনে মানুষ যে চাপের সম্মুখীন হয়, বিভিন্ন মডেলের সাহায্যে সেটাই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে । কে সেক্টরের মণ্ডপে গেলেই দেখা মিলবে, মানুষের আকৃতির প্রচুর মডেল খাঁচায় বন্দি করে রাখা হয়েছে । মুখ থেকে শুরু করে মানুষের শরীরের আদল বিভিন্ন ছোট বড় খাঁচাও এখানে রাখা হয়েছে । আসলে খাঁচায় বন্দি মানুষ, এটাই বোঝাতে চেয়েছে উদ্যোক্তারা ৷ এছাড়াও মণ্ডপের ভিতরে রয়েছে বিভিন্ন ছবি ৷ ওইসব ছবি এবং কোলাজের মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন চাপকে বোঝানো হয়েছে । থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার প্রতিমাকে রূপ দেওয়া হয়েছে । যদিও প্রতিমার মুখে রয়েছে প্রাচীন আমলের দুর্গার প্রতিচ্ছবি । ষষ্ঠী থেকেই এই পুজো মণ্ডপে ভিড় চোখে পড়ার মতো ৷ নবমীর রাতে যত গড়াল কানাকানায় পূর্ণ হল পুজো মণ্ডপ ৷ জেলাবাসী তো বটেই ভিন জেলার মানুষও ছুটে এল মণ্ডপ দেখতে ৷  

ABOUT THE AUTHOR

...view details