পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বিরল যোগে আজ পুরীতে দ্বিতীয় দিনে রথযাত্রা, দেখুন সরাসরি... - Rath Yatra 2024 - RATH YATRA 2024

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 1:47 PM IST

Updated : Jul 8, 2024, 2:48 PM IST

Puri Rath Yatra 2024 2nd Day LIVE: দীর্ঘ 53 বছর পর পুরীর জগন্নাথদেবের মন্দিরে 'মহাযোগ' ৷ যোগ আর তিথি মেনে গতাকালের পর আজ সোমবারও রথ গড়াল সেখানে। অর্থাৎ আজ জগন্নাদেবের রথযাত্রার দ্বিতীয় দিন ৷ উল্লেখ্য, শেষ 1971 সালে পুরীতে দু'দিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছিল ৷ আর তারপর এবার ৷ রবিবারের পর আজ সোমবারও কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় করেছেন পুরীতে ৷ গতকাল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের দড়িতে টান দিতে বড়সড় একটি দুর্ঘটনা ঘটে ৷ একেবারে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। একজনের মৃত্যু হয়। যদিও জানা যায়, শ্বাসজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। আর সেদিকে তাকিয়ে আজ সোমবার অনেক বেশি সতর্ক সেখানকার পুলিশ প্রশাসন। পুরী থেকে জগন্নাথদেবের রথযাত্রা দেখুন সরাসরি...
Last Updated : Jul 8, 2024, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details