পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

জাতীয় সড়কে জ্বলছে লরি, বেশ কিছুক্ষণ বন্ধ যান চলাচল - fire at lorry - FIRE AT LORRY

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 1:38 PM IST

জাতীয় সড়কের উপর জ্বলছে লরি ৷ বৃহস্পতিবার গভীর রাতে রানিগঞ্জের মঙ্গলপুরের কাছে 19 নম্বর জাতীয় সড়কের ঘটনা ৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল আধিকারিকরা ৷ প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, লরির ব্যাটারি থেকে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে ।

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 19 নম্বর জাতীয় সড়কে একটি লরির কেবিনে হঠাৎ আগুন ধরে যায় । সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে । 19 নম্বর জাতীয় সড়ক ধরে এই লরিটি কলকাতার দিকে যাচ্ছিল । লরির মধ্যে লোহার রড বোঝাই ছিল । ঘটনার সময় লরির ভেতরে চালক বা খালাসী কেউ ছিলেন না । স্থানীয় বাসিন্দদেরই প্রথম নজরে আসে যে, লরিতে আগুন লেগেছে ৷ তাঁরাই রানিগঞ্জের পঞ্জাবি মোড় ফাঁড়িতে খবর দেন। পুলিশ ও দমকল প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ লরির সামনের অংশ, কেবিন, ইঞ্জিন, সামনে দুটি টায়ার সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। রানীগঞ্জ দমকল কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি শর্ট সার্কিটের ঘটনা। ইঞ্জিনের ভেতর থেকেই কোনও অংশে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে। সেই আগুনে ছড়িয়ে পড়েছে কেবিনে। লরির সামনের অংশ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details