পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রখর গ্রীষ্মেও ঘন কুয়াশায় ঢাকল পানাগড়, দেখুন ভিডিয়ো - Paschim Bardhaman weather - PASCHIM BARDHAMAN WEATHER

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 10:43 AM IST

Updated : Apr 6, 2024, 11:00 AM IST

দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ ৷ উত্তরবঙ্গে বৃষ্টি ৷ একদিকে যখন প্রবল তাপ প্রবাহের জেরে জনজীবন অতিষ্ঠ। রৌদ্রের প্রখর তাপে নাজহাল আমজনতার ৷ ঠিক তখন উলটো ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের পানাগড়ে । শনিবার সকালেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে পানাগড়ের বিস্তর্ণ অঞ্চল । একেই বোধহয় বলে প্রকৃতির খামখেয়ালিপনা। তীব্র গরমেও কুয়াশা দেখে এলাকাবাসীর মনে প্রশ্ন জেগেছে তবে কি আবার শীত ফিরে এল ৷ এদিকে ভোরবেলা কুয়াশার দাপটে বহুদূর পর্যন্ত দৃশ্যমানতা কম ছিল ৷ রাস্তাঘাটেও গাড়ি চলাচলের গতিও কমতে থাকে ৷ সকালে যাঁরা রাস্তায় বেরিয়ে ছিলেন তারাও এই ঘন কুয়াশা দেখে বেশ কিছুচা অবাক হয়ে যান। আর এই ঘন কুয়াশার চাদর ভেদ করে কাঁকসার বিস্তীর্ণ অঞ্চলে সূর্যিমামার দেখা মিলল অনেক দেরিতে। তবে তীব্র গরমের জেরে জেরবার সাধারণ মানুষ কুয়াশার দাপট দেখে ক্ষণিকের স্বস্তি পান। 

প্রসঙ্গত, বছর 15 আগে শৈত্যপ্রবাহে দার্জিলিংকেও হার মানিয়েছিল পানগড় ৷ এবার আবার তাপমাত্রা চড়ার দিক থেকেও এগিয়ে ৷ তার মাত্রার এই অতিরিক্ত বাড়বাড়ন্ত প্রসঙ্গেই আবহাওয়াবিদরা জানান, এই এলাকার উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা ৷ যার কারণেই এই অঞ্চলে তাপমাত্রার এই তারতম্য ৷ 

Last Updated : Apr 6, 2024, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details