জলন্ত শলাকার আঘাতে হাতি খুন ! গ্রেফতার দুই অভিযুক্ত - Elephant Death - ELEPHANT DEATH
Published : Aug 20, 2024, 9:27 PM IST
জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে ঝাড়গ্রামে স্ত্রী হাতির মৃত্যুর ঘটনায় দু'জনকে গ্রেফতার করল বনদফতর । ঘটনায় ইতিমধ্যেই বনদফতরের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন চলচ্চিত্র জগতের অভিনেতা থেকে শুরু করে পশু প্রেমি ও সাধারণ মানুষজন। মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, "ঘটনায় দু'জনকে গ্রেফতার করা হয়েছে। আগামিকাল তাদের আদালতে পেশ করা হবে।"
এদিন হাতি হত্যার প্রতিবাদে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হয় ঝাড়গ্রামে । শহরের পাঁচ মাথার মোড় থেকে ঝাড়গ্রামের বনদফতর অফিস পর্যন্ত মিছিল হয় ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগের তরফে । এই সংগঠনের তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রাম শহরে জ্বলন্ত শলাকা বিদ্ধ হয়ে একটি স্ত্রী হাতির মৃত্যু হয়েছিল । হাতির মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছিলেন তাঁরা ৷ জঙ্গলমহলের হাতির সমস্যার স্থায়ী সমাধানের দাবি করে ঝাড়গ্রামে ডিএফও-কে ডেপুটেশন দেওয়া হয় ৷ ঝাড়গ্রাম নাগরিক উদ্যোগ সংগঠনের সদস্য রাকেশ মুদলী বলেন, "স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রামে যে ভাবে জ্বলন্ত শলাকা বিদ্ধ করে একটি স্ত্রী হাতিকে খুন করা হল, তারাই প্রতিবাদে মিছিল ৷ দোষীদের শাস্তির দাবিতে ডিএফও-কে ডেপুটেশন দেওয়া হয়েছে ।"