নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জেরে নদী বাঁধে ধস, আতঙ্কিত এলাকাবাসী - River Dam Damaged - RIVER DAM DAMAGED
Published : Aug 23, 2024, 5:22 PM IST
নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফালায় সপ্তমুখী নদীর নদী বাঁধে প্রায় 500 ফুট ধস দেখা দিয়েছে ৷ তার জেরে আতঙ্কিত আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণবাতের জেরে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টির কারণে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকার বেশ কয়েকটি জায়গায় মাটি বাঁধে ইতিমধ্যেই ধ্বস নিতে শুরু করেছে। এর সঙ্গে দোসর হয়েছে পূর্ণিমার ভরা কোটাল ৷
পূর্ণিমার ভরা কোটালের জেরে উপকূলের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় নামখানা ব্লকের অন্তর্গত দুর্গানগর গ্রামে সপ্তমুখী নদীর ভরা কোটালের জোয়ারের জলের ধাক্কায় বাঁধে প্রায় 500 ফুট নদী মাটির নদী বাঁধে ধস আর তার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। প্রশাসনের তরফ থেকে নদী বাঁধ মেরামতির কাজ চালানো হলেও কোনও রকম সমাধান মেলেনি। নদী বাঁধের ধ্বসের কারণে সপ্তমুখী গিলে খাচ্ছে গোটা গ্রামকে। মাটির নদী-বাঁধ স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণের কাজ করবে রাজ্যের সেচ দফতর সেদিকে চেয়ে রয়েছে এলাকাবাসীরা।