অমাবস্যার কোটালে ফের নদী ভাঙনের শঙ্কা, আতঙ্কে সাগরবাসী - Gangasagar Erosion Situation
Published : Aug 4, 2024, 10:59 PM IST
Gangasagar Erosion Situation: কয়েকদিন ঘুরতে না ঘুরতে ফের অমাবস্যার কোটালের জেরে ভাঙন পরিস্থিতি গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির চত্বরে। সম্প্রতি পূর্ণিমার কোটালের জেরে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে এক নম্বর থেকে পাঁচ নম্বর স্নান ঘাট পর্যন্ত কার্যত রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। সেই আতঙ্ক কাটতে না কাটতে আবারও অমাবস্যার কোটালের জেরে জলস্ফীতি দেখা দিয়েছে সাগরে। এর জেরে রাতের ঘুম উড়েছে সাগরবাসীর। অন্যদিকে দফায় দফায় বৃষ্টির জেরে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে গঙ্গাসাগরে একাধিক এলাকায়। অমাবস্যার কোটালের জেরে জলেস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। নতুন করে ভাঙার আশঙ্কা গঙ্গাসাগর এলাকার নদী বাঁধের। ভাঙন পরিস্থিতি মোকাবিলা করতে ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছে সাগর ব্লক প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ প্রস্তুত রাখা হয়েছে ব্লকের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকায় অস্থায়ী ব্যবসায়ীদের ও পুণ্যার্থীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং প্রচার ৷ পর্যটক বা পুণ্যার্থীদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।