পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'প্রধান'-'টনিক'য়ের মতো হিট ছবি থেকে 'দাদাগিরি'র পরিচালনা, কীভাবে সামলান পরিচালক অভিজিৎ? - Sourav Ganguly

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 5:10 PM IST

Updated : Feb 15, 2024, 5:26 PM IST

Dadagiri Show: দেখতে দেখতে 9 বছর পার করেছে 'দাদাগিরি'। চলছে সিজন 10। প্রতি সপ্তাহে যে দাদাগিরিকে লুটেপুটে নেয় দর্শক তার পরিচালক অভিজিৎ সেন ৷ একইসঙ্গে তিনি 'প্রজাপতি', 'টনিক, 'প্রধান'-এর মতো সুপারহিট ছবির পরিচালকও বটে। দাদাগিরির বিভিন্ন পর্বে মজাদার কুইজ ও খেলায় জমজমাট অনুষ্ঠানের সাক্ষী থাকেন দর্শকরা ৷

তেমনই এক বিশেষ পর্বের সেট ভিজিটে উপস্থিত ছিল ইটিভি ভারত ৷ শোয়ের পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে আসে না-জানা অনেক কথাই ৷ কীভাবে স্বল্পভাষী সৌরভ মঞ্চে এত কথা বলেন, কীভাবে উৎসব অনুযায়ী প্রতিটা পর্ব একে অপরের থেকে আলাদা হয়, তা নিয়ে সোজা সাপটা উত্তর দেন পরিচালক অভিজিৎ ৷ তাঁর থেকে জানা যায় আরও অনেক না জানা কথা।  

উঠে আসে, রিয়েলিটি শো পরিচালনার পাশাপাশি, কীভাবে সময় ম্যানেজ করেন 'টনিক', প্রজাপতি'-এর মতো ছবি পরিচালনা করতে ৷ পরিচালক অভিজিৎ বলেন, "এটা গোটা টিমের প্রয়াস। প্রত্যেকবার অনুষ্ঠান শেষ হওয়ার পর ভাবি কীভাবে পরেরটা এটার থেকে আলাদা করব। সেখান থেকেই আসে নতুন ভাবনা।" আরও কী কী বললেন তিনি? জানুন ভিডিওতে।

Last Updated : Feb 15, 2024, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details