বঙ্গে শীতের দাপট, ঘন কুয়াশাচ্ছন্ন শহর ও গ্রাম - DENSE FOG IN BENGAL
Published : Dec 11, 2024, 12:12 PM IST
বঙ্গে প্রবেশ করেছে শীত ৷ ঘন কুয়াশার দাপটে কমেছে দৃশ্য়মানতা ৷ শহর থেকে গ্রাম, সর্বত্র একই ছবি ৷ ঘন কুয়াশার চাদরে ঢেকেছে হুগলির চন্দননগর ৷ সকাল 8টাতেও দৃশ্যমানতা কম ৷ ধূসর কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়েই চলছে গাড়ি ৷ শীতের আমেজ নিতে রাস্তার ধারে কোথাও আগুনে হাত-পা শেখছেন, কোথাও বা গরম চায়ে গলা ভিজিয়ে নিচ্ছেন শীতকাতুরে বাঙালি ৷ আবার, কেউ কেউ ঘন কুয়াশার দাপটকে উপেক্ষা করেই প্রাতঃভ্রমণ কিংবা মাঠে শরীর চর্চা করছেন ৷ রিষড়া, কোন্নগর, চন্দননগর, চুঁচুড়া, জেলার সর্বত্র একই ছবি ৷
এদিকে, কুয়াশার হাত ধরেই তাপমাত্রার পাদর ক্রমশ নিম্নমুখী । বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হুগলির সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে শুধু হুগলি নয়, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বাংলার সর্বত্রই তাপমাত্রার পারদ ক্রমশ নামছে ৷ আগামী কয়েকদিনে বঙ্গজুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ৷