মশা সেজে সাইকেলে ডেঙ্গি সচেতনতার বার্তা সমাজকর্মীর - Dengue awareness campaign
Published : Aug 17, 2024, 10:15 PM IST
বৃষ্টি কমেছে, কিন্তু ডেঙ্গির প্রকোপ বেড়েই চলছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও তার আশেপাশের এলাকায় ৷ এলাকাবাসীর সুরক্ষায় ডেঙ্গি সচেতনতামূলক প্রচারে পথে নামলেন স্থানীয় সমাজকর্মী তৃণাঙ্কুর পাল ৷ মাশা সেজে সাইকেলে করে সচেতনতার এই প্রচার সারলেন শনিবার ৷ মশারি টাঙিয়ে শোওয়ার পরামর্শ দিলেন তিনি ৷
ডেঙ্গির প্রকোপ বাড়ছে ঘাটাল এলাকায় ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন একজন ৷ গত কয়েকদিন ধরেই ঘাটাল ব্লকের বালিডাঙ্গা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ বালিডাঙ্গা এলাকায় মোট আক্রান্তের সংখ্যা 20 জন। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার এবং এলাকায় মেডিক্যাল টিম গঠন করা হয়েছে ৷ শনিবার ডেঙ্গি মশা সেজে সাইকেল চালিয়ে ঘাটালের বালিডাঙ্গা এলাকায় দিনভর প্রচার করলেন সমাজকর্মী তৃণাঙ্কুর পাল ৷ এলাকার মানুষকে ডেঙ্গি নিয়ে সতর্ক করলেন। তার এই বহুরূপীর সাজ দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ছেন। আর সেই সুযোগেই ডেঙ্গি থেকে কীভাবে বাঁচা যায় তার বার্তা দিয়ে চলেছেন পথচলতি মানুষদের। এটাই প্রথম নয়, এর আগেও তিনি বিভিন্ন বিষয়ে সচতনতামূলক প্রচার করেছেন ৷