দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কালো পোশাকে মিছিল কংগ্রেসের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER
Published : Sep 8, 2024, 7:21 PM IST
আরজি করের নৃশংস ঘটনার এক মাস পূর্ণ হবে 8 অগস্টের রাত পার হলেই । কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার মূল দোষীরা শাস্তি পায়নি ৷ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ৷ রবিবার দুর্গাপুরের প্রান্তিক থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত কালো পোশাক পরে প্রতিবাদ মিছিল করল জাতীয় কংগ্রেস ৷ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে চলে এই প্রতিবাদ মিছিল ।
কংগ্রেসের জেলা সভাপতি বলেন, "রাত পার হলেই এই নারকীয় ঘটনার একমাস পূর্ণ হবে । কিন্তু এখনও নির্যাতিতা বিচার পাননি । অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে । কড়া ব্যবস্থা নিতে হবে । যারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তাদেরও শাস্তি দিতে দেরি করা হচ্ছে । অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে ।"