রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আনন্দ বোসকে তুলোধনা মমতার; দেখুন সরাসরি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 12, 2024, 1:24 PM IST
|Updated : May 12, 2024, 1:49 PM IST
CM Mamata Banerjee Live: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছুটির দুপুরে আমডাঙার সাধনপুরে স্থানীয় একটি স্কুল মাঠে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ এলাকাটি ৷ উল্লেখ্য, মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হল ব্যারাকপুরের আমডাঙা বিধানসভা ৷ 11টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি এই এলাকা থেকে 2019 লোকসভা নির্বাচনে 37 হাজার 250 ভোটে এগিয়ে ছিল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বরাবর অর্জুন সিং-এর গড় হিসেবে খ্যাত ব্যারাকপুরে এবারের নির্বাচনে খানিক বদলেছে সমীকরণ ৷ টিকিট না পাওয়ায় তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন অর্জুন ৷ সেকারণে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক শিবির ৷ ঘটনাচক্রে আজই ভাটপাড়ায় অর্জুনের সমর্থনে ভাটপাড়ায় নির্বাচনী প্রচার সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই হেভিওয়েটের সভাকে কেন্দ্র করে রাজ্যে জমে উঠেছে রবিবাসরীয় প্রচার ৷
Last Updated : May 12, 2024, 1:49 PM IST