মহুয়া মৈত্রের সমর্থনে তেহট্টে জনসভা মুখ্যমন্ত্রীর, দেখুন সরাসরি - Mamata Banerjee Live - MAMATA BANERJEE LIVE
Published : May 2, 2024, 2:47 PM IST
|Updated : May 2, 2024, 3:20 PM IST
তৃতীয় দফার নির্বাচনের আগে জেলায় জেলায় প্রচারে আজ নদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে বৃহস্পতিবার তেহট্টে জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমোর জনসভার আগে সভামঞ্চের প্রস্তুতি চলেছে জোর কদমে। তীব্র গরমে যাতে কর্মীদের অসুবিধা না-হয়, সে কথা মাথায় রেখেই জনসভায় শামিয়ানার বন্দোবস্ত করা হয়েছে। এমনিতেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র রাজ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। শুক্রবার কৃষ্ণনগর শহরেই জনসভা করার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হাইভোল্টেজ কেন্দ্রে লড়াই মূলত তৃণমূলের মহুয়া মৈত্র বনাম বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের। এমতাবস্থায় তেহট্টের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়াবাসীর জন্য কী কী উন্নয়ন বার্তা দেন এবং কর্মীদের উদ্দেশ্যে কী বলেন, সেদিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব ও কর্মীরা।
Last Updated : May 2, 2024, 3:20 PM IST