সমাজে মায়েদের সংগ্রাম, তুলে ধরেছে চোরবাগান - DURGA PUJA 2024
Published : Oct 10, 2024, 6:20 PM IST
চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের এ বছর 89তম বর্ষ। এবার তাদের মণ্ডপের বিষয় ও ভাবনার থেকেও চমকপ্রদ হল প্রতিমার ভিন্নরূপ। তাদের থিম এবার 'দুগ্গা'। পিতৃতান্ত্রিক সমাজে নারীদের সংগ্রামের কথা তুল ধরা হয়েছে ৷ প্রতিমাই এবারের মূল আকর্ষণ ৷ অন্যান্য কমিটিগুলি যেমন মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করেন, এখানে ঠিক তার উল্টো ৷ প্রতিমার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে মণ্ডপ। থিম 'দুগ্গা'র রূপদান করেছেন শিল্পী দেবতোষ কর। প্রতিমা রূপ দিয়েছেন সুব্রত মৃধা।
পুজো কমিটির সদস্য প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছর আমরা মণ্ডপের সঙ্গে প্রতিমা মিলিয়ে করি ৷ এবার আমাদের পরিকল্পনা ছিল ঠাকুর হবে মুখ্য ৷ এখানে প্রতিমার মধ্যেই আরও জনকে দেখতে পারছি, যারা আমার বাড়ির দুগ্গা। ভালোবেসে বাড়ির মেয়েদের দুগ্গা বলে ডাকি। যে রাধে সে চুলও বাঁধে। সংসার সামলায় আবার বাইরের জগতে কাজ করছেন। মা তো ব্রহ্মাণ্ডের দায়িত্ব আছেন। এমনটাই একটা দেখানোর প্রচেষ্টা করা হয়েছে।