পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

উচ্চমাধ্যমিক শুরুর এক ঘন্টার মধ্যেই উদ্ধার ফোন, তদারকিতে খোদ সভাপতি

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:06 PM IST

HS Exam 2024: আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্র তদারকি করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ইটিভি ভারতকে সভাপতি জানান, "উত্তর চব্বিশ পরগনার একটি পরীক্ষা কেন্দ্রে একজন ছাত্র মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। তার পরীক্ষা এই বছর বাতিল করা হয়েছে।" এছাড়া নির্বিঘ্নেই বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে বলেই জানান তিনি। সন্দেশখালিতে সভাপতি ফোন করে পরীক্ষার বিষয়ে খোঁজ খবর নেন। সেখানে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। পরীক্ষার প্রথম দিন মূলত দমদম এলাকার বহু স্কুল ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক।

আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। সকাল 9টা 45 মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করে যেতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা সংসদ। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লাখ 90 হাজার। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2 হাজার 341। এ বছর ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 1 লাখ 3 হাজার 53 জন বেশি। রাজ্যে প্রায় 176টি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে সংসদ। সেই সমস্ত জায়গায় মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে তদারকি করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details