হকারদের বিরুদ্ধে সরব ব্যবসায়ীরা, উচ্ছেদ আবহে ধুন্ধুমার নিউমার্কেট - Chaos in Dharmatala - CHAOS IN DHARMATALA
Published : Jun 29, 2024, 5:50 PM IST
|Updated : Jun 29, 2024, 6:41 PM IST
মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে মঙ্গলবার থেকে নিউমার্কেট চত্বরে বেআইনি হকার উচ্ছেদে নেমেছিল পুলিশ ৷ পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন হকাররা ৷ নয়া নির্দেশিকা না-আসা পর্যন্ত কোপ পড়েছে বেআইনিভাবে গজিয়ে ওঠা খাবারের দোকানের উপর ৷ উচ্ছেদ আবহে শনিবার নিউমার্কেটের ব্যবসায়ীরা পথে নামলেন হকারদের বিরুদ্ধে ৷ নিউমার্কেটের ব্যবসায়ীদের বিক্ষোভে অবরুদ্ধ হল এসএন ব্যানার্জি রোড।
এদিন হকারদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও করেন মূলত শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীরা। তাদের দাবি, পার্কিং লট অবরুদ্ধ করে রাখলেও প্রতিবাদ জানাতে গেলে ব্যবসায়ীদের মারতে উদ্যত হচ্ছে হকাররা ৷ পরিস্থিতি বচসার পর্যায়ে পৌঁছে যাচ্ছে ৷ এই ঘটনার পিছনে পুলিশের মদত আছে এই অভিযোগে এদিন থানা ঘেরাও করেন শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীরা ৷ পুলিশকে বারবার জানালেও পুলিশ আসেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে ব্যবসায়ীদের সরিয়ে দেয়।
শ্রীরাম আর্কেডের ব্যবসায়ী সমিতির সম্পাদক জ্যাকি সম্পানি জানান, পার্কিং লটে অবৈধভাবে এক হকার ব্যবসা গজিয়ে তুলেছেন ৷ মার্কেটের এক ব্যবসায়ী ঘটনার প্রতিবাদ করলে তাঁকে হুমকি দেন ওই ব্যবসায়ী ৷ এক ঘণ্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না-নিলে আরও বড় আন্দোলনের ডাক দেন তিনি ৷