আস্ত সেতু ভেসে গেল নদীতে! ভিডিয়োয় দেখুন হাড়হিম করা দৃশ্য - Bridge Drown in River - BRIDGE DROWN IN RIVER
Published : Jun 16, 2024, 7:06 PM IST
Bridge Drown in River: দুর্যোগপূর্ণ উত্তরবঙ্গ ৷ উপরের দিকের সব জেলার অবস্থা করুণ ৷ সিকিমের অবস্থা ভয়াবহ ৷ তারই মাঝে একটি ভয়াবহ ভিডিয়ো এল সামনে ৷ চোখের নিমেষে আস্ত একটা সেতু তলিয়ে গেল নদীতে ৷ হাড়হিম দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ এলাকা বাসিন্দাদের ৷ পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে ডুয়ার্সের নদীগুলির। ডুডুয়া নদীর জলস্ফীতির জেরে জলের তোড়ে ভেসে গেল জলপাইগুড়ি জেলার দুই গ্রামপঞ্চায়েতের সংযোগকারী চিলার ঘাটের বাঁশের সাঁকো ৷
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় ও সমতলের একটানা রাতভর বৃষ্টি হওয়ায় জল বাড়তে শুরু করে ডুডুয়া নদীতে ৷ রবিবার সকাল নাগাদ বাঁশের সাঁকোটি জলের তোড়ে ভেসে যায় নদীতে। যার ফলে এই মুহূর্তে ব্যাপক সমস্যায় পড়েছেন দুই এলাকার স্থানীয় বাসিন্দারা। সেতু ভেসে যাওয়ায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ৷ স্থানীয়রা জানান, নৌকা থাকলেও নদীর জল এতটাই বেড়ে গিয়েছে যে, তা চালানো সম্ভব হচ্ছে না ৷ প্রায় 20 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। পাহাড়ি নদীগুলিতেও ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷