পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রচারে জনসংযোগে ব্যস্ত প্রার্থী অগ্নিমিত্রা, নাচলেন সন্ন্যাসীদের সঙ্গে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 8:07 PM IST

নির্বাচন যুদ্ধে জিততে জোর কদমে প্রচার করে দিয়েছেন সমস্ত দলের প্রার্থীরা ৷ পিছিয়ে নেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলও ৷ এই বছর মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ৷ এদিন লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে খড়পুরের গ্রামীণে গিয়েছিলেন বিজেপি প্রার্থী । শিবের মাথায় জল ঢেলে প্রচার সারেন ৷ পাশাপাশি জনসংযোগ বাড়াতে গাজন সন্ন্যাসীদের সঙ্গে নাচেন তিনি ৷ 

এই আসনে লোকসভা ভোট হতে বাকি এখনও বেশ কিছুদিন ৷ নির্বাচনী যুদ্ধে বিরোধী পক্ষকে ধরাশায়ী করতে প্রচারে কোনওরকম খামতি রাখতে চান না বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । গাজনের আগের দিনই সকাল থেকে খড়গপুর গ্রামীণে কর্মসূচি শুরু করেন তিনি । শিব মন্দিরে পুজো দিয়ে মেদিনীপুর সদর ব্লকের জামতলা এলাকায় প্রচারে যান। সেখানে কর্মী-সমর্থকদের সঙ্গেও জনসংযোগ করেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details