পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

'পারিয়া' মুক্তির আগে পথ সারমেয়দের নিয়ে বাইক র‍্যালি তিলোত্তমায়, সামিল বিক্রম-শ্রীলেখা - Pariah Movie

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 1:05 PM IST

Rally With Street Dogs: 'পারিয়া' কথার অর্থ 'ব্রাত্য'৷ আর সেই ব্রাত্য রাস্তার কুকুরদের নিয়েই এবার বাংলা সিনেমা বানিয়ে ফেলেছেন তথাগত মুখোপাধ্যায়। আগামী 9 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'পারিয়া'। রাস্তার কুকুরদের জন্য এই প্রথম কোনও বাংলা সিনেমা তৈরি করলেন কোনও পরিচালক। সিনেমার মুক্তির আগে টিম 'পারিয়া'র অভিনব প্রচার কর্মসূচি সম্পন্ন হল শহরের রাস্তায়। মহানগরীর রাস্তায় রবিবারের সকালে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র রাস্তার সারমেয়দের সঙ্গে বাইক র‍্যালিতে শামিল হলেন। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরাও। এই প্রথম কলকাতাতে রাস্তার কুকুরদের নিয়ে বাইক র‍্যালি অনুষ্ঠিত হল। 

ছবিতে বিক্রমের 'চকোলেট বয়' ইমেজের বদলে সামনে আসতে চলেছে এক 'ম্যাচো ম্যান' লুক ৷ ছবির পোস্টারে বিক্রমের পেশীবহুল শরীর থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা গিয়েছে ৷ রক্তাক্ত হাত দিয়েই তিনি আগলে রেখেছেন একটি বাচ্চা কুকুরকে ৷ বাকিটা দেখার আর জানার দিন আসন্ন। ফুটপাতের কুকুরদের গল্প বলবে এই ছবি ৷ ওদের কোনও ভোটার বা আধার নেই ওদের হয়ে কথা বলারও কেউ নেই ৷ আর তাই এই পথকুকুরদের কথাই তুলে ধরবে 'পারিয়া' ৷ এর আগে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের 'ভটভটি' ছবিটি বেশ প্রশংসা পেয়েছে। এবার এই ছবিতে পরিচালক তথাগতর বাস্তবে সারমেয় প্রেম উঠে আসবে পর্দায়।

ABOUT THE AUTHOR

...view details