পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় না-খুশ, কাকলিকে হুঁশিয়ারি বারাসতের বিজেপি প্রার্থীর - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 4:13 PM IST

BJP Candidate Swapan Majumder: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে চলতি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় বারেবারে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে ৷ তবে সপ্তম দফায় পালটে গেল  ছবিটা ৷ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট নয় বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ৷ কেন্দ্রীয় বাহিনীকে আরও সক্রিয় হওয়ার দরকার উচিত ছিল বলে ইটিভি ভারতে দাবি করলেন তিনি ৷ বারাসতের পদ্মপ্রার্থীর অভিযোগ, "তৃণমূলের গুণ্ডারা ভোট কর্মী ও পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছে ৷ পুলিশ ও প্রিসাইডিং অফিসার তাদের মদত দিচ্ছে ৷ অশোকনগর 89 নং বুথে সাধারণ ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না ৷ আইএসএফের প্রার্থীকে হেনস্তা করা হচ্ছে ৷ সংবাদমাধ্যমের গাড়িকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে ৷ তাঁর গাড়িতেও হামলা করা হয় ৷ এটা বাংলার লজ্জা ৷" পাশাপাশি বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে গুরুতর অভিযোন এনেছেন বিজেপির স্বপন মজুমদার ৷ তাঁর কথায়, "কাকলি দেবী ভোট লুট চালাচ্ছে ৷ কেন্দ্রীয় বাহিনী আটকাতে পারছে না ৷ তবে তিনি এই কাজে সফল হবেন না ৷ বিজেপি জিতবে ৷ মানুষ বিজেপিকে ভোট দেবে ৷" বিজেপি প্রার্থীর  হুঁশিয়ারি, "গুণ্ডাদের দিয়ে ভোট আটকানো যাবে না ৷"   

ABOUT THE AUTHOR

...view details