পাঁচদিন পর পঞ্চম দোলে মাতলেন আসানসোলের বাসিন্দারা, দেখুন ভিডিয়ো - Holi 2024
Published : Mar 30, 2024, 10:47 PM IST
তিথি মেনে দোল উৎসব শেষ হলেও, মিঠানী গ্রামে 5 দিন পর দোল হয় ৷ শনিবার উৎসবে মাতলেন আসানসোলের কুলটির মিঠানী গ্রামের চট্টরাজ পরিবার ৷ এটি পঞ্চম দোল নামে পরিচিত ৷ কথিত আছে একদা দ্বারকায় দোলের পর পঞ্চমি তিথিতে এই পঞ্চম দোল অনুষ্ঠিত হয়। এই দোলে শ্রীকৃষ্ণ তাঁর সখীদের সঙ্গে আনন্দলীলায় মেতে উঠতেন । অন্যদিকে প্রভু শ্রীচৈতন্য দেবের ভক্তকূল গৌড়ীয় বৈষ্ণবরাও একদা পঞ্চম দোল উৎসব করতেন । যদিও মিঠানীর এই দোলরে সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ৷ তবে প্রায় দেড়শো বছর ধরে মিঠানী গ্রামের চট্টরাজ পরিবার পঞ্চম দোল উৎসব পালন করে আসছে । আবির খেলায় মেতে ওঠেন গ্রামের সবাই ।
দোল পূর্ণিমার পর পঞ্চম দিনে এই পঞ্চম দল অনুষ্ঠিত হয় । সেই কারণেই এই উৎসবের নামকরণ 'পঞ্চম দোল' হয়েছে ৷ দোলের আগে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন অনুষ্ঠিত হয় তেমনি ভাবেই পঞ্চম দোলও ৷ দোল পূর্নিমার পর পঞ্চমী তিথিতে এই দোল উৎসব পালিত হয় ৷ গ্রামের চট্টরাজ পরিবারের এই দোল। চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউ ৷ তাঁকে ঘিরেই এই পঞ্চম দোল। পরিবারের সদস্য পলাশ চট্টরাজ জানালেন, "শুনেছি এই দোল আগে দ্বারকায় হত। অন্যদিকে, বাঁকুড়ার পুরন্দরপুরে চট্টরাজ বংশেও এই পঞ্চম দোল হয়। সেখান থেকে পারিবারিক সূত্রে মিঠানীতে চট্টরাজরা আসেন। অনুমান করা যায় সেভাবেই ধর্মীয় রীতিনীতি মিঠানীতে এসেছে।"