কয়েকদিনের বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি ঘাটালে, পরিদর্শনে জেলাশাসক - GHATAL FLOOD SITUATION - GHATAL FLOOD SITUATION
Published : Aug 4, 2024, 9:29 PM IST
GHATAL FLOOD SITUATION: কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল ৷ রীতিমতো বন্যা পরিস্থিতি এলাকায়। অবস্থা খতিয়ে দেখে জরুরি বৈঠক করলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী। এ বিষয়ে জেলাশাসকের বক্তব্য, সমস্ত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন ৷ খোলা হয়েছে কন্ট্রোলরুম। নিম্নচাপের বৃষ্টির জেরে শিলাবতীর জলস্তর বৃদ্ধির জেরে ঘাটাল পুর এলাকার নিচু ওয়ার্ডগুলিতে জল ঢুকতে শুরু করেছে ৷ জলে ডুবেছে রাস্তাঘাট। এই ঘটনায় তড়িঘড়ি ঘাটালে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। প্রশাসন সূত্রে বলা হয়েছে, শিলাবতী নদীর জলস্তর বিপদসীমার নীচে রয়েছে ৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে ৷ এখনও পর্যন্ত ডিভিসি যে সমস্ত ড্যাম থেকে জল ছেড়েছে তার প্রভাব ঘাটালের শিলাবতী নদীতে পড়বে না, পরোক্ষভাবে ঝুমি নদীতে তার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিবছর বন্যায় ঘাটালে সাপের উপদ্রব বাড়ে ৷ তার জন্যও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। জেলাশাসক খুরশিদ আলী কাদরী বলেন, "এখনও পর্যন্ত সবকিছু আমাদের কন্ট্রোলে রয়েছে। মহকুমা প্রশাসনের সঙ্গে আমারাও পুরোপুরি প্রস্তুত পরিস্থিতি নিয়ন্ত্রণে।"