পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে ভোটপ্রচারে অভিষেক, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 3:21 PM IST

Updated : May 8, 2024, 4:28 PM IST

Abhishek Banerjee Live: দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে রোড-শো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডে নেমে সেখন থেকেই রোড-শো শুরু করেন তিনি । টেক্সটাইল কলেজ মোড়, মোহনা বাসস্ট্যান্ড, বাবুলবোনা হয়ে বিষ্ণুপুর কালীবাড়ি মাঠ পর্যন্ত চলবে রোড-শো। হাইভোল্টেজ বহরমপুর এবার পাখির চোখ তৃণমূলের । রোড শোয়ে হাজার হাজার মানুষের ভিড় আছড়ে পড়েছে কালীবাড়ি মাঠের সভায় । সবার নজর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মুর্শিদাবাদের তথাকথিত 'রবিনহুড' অধীর বধে কী রণকৌশলের দিকেই। বহরমপুর লোকসভা কেন্দ্রের উপর এবার সারা রাজ্যের নজর রয়েছে। 13 মে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে হাইভোল্টেজ ভোট।
Last Updated : May 8, 2024, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details