সামসিতে অধীরকে আক্রমণ অভিষেকের, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : May 1, 2024, 3:34 PM IST
|Updated : May 1, 2024, 4:05 PM IST
এবার কি উত্তর মালদা কেন্দ্রের দিকেই বেশি নজর দিয়েছে তৃণমূল? দলের নির্বাচনী প্রচারের মুখ সেদিকেই ইঙ্গিত করছে ৷ মঙ্গলবার উত্তর মালদা কেন্দ্রে দুটি জনসভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সামসিতে সভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আরও একবার গঙ্গা ও ফুলহরের ভাঙন, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে দুষতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ নিশ্চিতভাবেই সংখ্যালঘু এই এলাকায় সিএএ-এনআরসি তাস আজও খেলতে চলেছেন তিনি ৷ অভিষেক তুলে ধরতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্য সরকারের নানাবিধ প্রকল্প বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ এছাড়াও এ দিনের বক্তব্যে তিনি নতুন কিছু বলেন কি না, সেদিকেই নজর থাকবে ৷
Last Updated : May 1, 2024, 4:05 PM IST