পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / travel

মেঘেদের হাতে নিয়ে খেলা করার ইচ্ছে ? আপনার অপেক্ষায় মাহালদিরাম - North Bengal Tourism

Offbeat Destination at Darjeeling: নির্জনতা যাঁদের পছন্দ, পাহাড়ের কোল তাঁদের কাছে ভীষণ প্রিয় ৷ আর সেখানকার গ্রামে বসে যদি মেঘেদের হাতছানি মেলে তাহলে তো সোনায় সোহাগা ৷ তেমনই এক গ্রাম হল মাহালদিরাম ৷

Etv Bharat
মাহালদিরামের সৌন্দর্য

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 5:47 PM IST

দার্জিলিং, 30 জানুয়ারি: অজানাকে জানার ইচ্ছে আমাদের বরাবরের ৷ তাই এখন অফবিট জায়গাতেই ভিড় জমাচ্ছেন ভ্রমণপিয়াসীরা ৷ অনেক তো হল দার্জিলিং, টাইগার হিল, কালিম্পং কিংবা মিরিক । এবার আলো আঁধারি খেলা আর মেঘের হাতছানি যদি উপভোগ করতে হয় তাহলে যেতে হবে শৈলরানির এই গ্রামে ।

মাহালদিরাম । এই গ্রামে হাতের কাছেই মেঘেরা উড়ে বেড়ায় ৷ ঘরের বারান্দা থেকে হাত বাড়িয়েই ছুঁতে পারবেন মেঘের দলকে । আবার কখনও মেঘ চলে যাবে ঘরের ভিতর দিয়ে । কাছেই আকাশ মিশেছে পাহাড়ের কোলে । আর সূর্যোদয়, সূর্যাস্তের মুহূর্ত যেন আরও নৈসর্গিক সৌন্দর্য বাড়িয়ে তোলে ৷ সঙ্গে ঝিঁঝিঁ পোকার ডাক, পাহাড়ের বাতাসের গন্ধ । অপরূপ পরিবেশ মিটিয়ে দেবে আপনার সব ক্লান্তি ।

হোম স্টে থেকেই মেঘেদের হাতছানি উপভোগ করতে পারবেন

বারান্দায় দাঁড়িয়েই উপভোগ করতে পারবেন বাগানে চা-পাতা তোলার দৃশ্য । একইসঙ্গে মেঘ, রোদ, পাহাড়, মোমো, ছোটখাটো ট্রেকিং, প্রকৃতি, পাখি, অর্গানিক সবজি এবং অবশ্যই কাঞ্চনজঙ্ঘা সবই উপভোগ করাবে মাহালদিরাম ৷ চাইলে আশপাশের জায়গাও ঘুরে আসতে পারেন ৷ মাহালদিরামের কাছেই রয়েছে বাগোরা এবং চিমেনি । এছাড়াও রয়েছে চটকপুর, মংপু, লাতপঞ্চার, অহলদাড়া ও সিটং ৷

দার্জিলিংয়ের কোলে পাহাড়ি গ্রাম মাহালদিরাম
কীভাবে যাবেন ?নিউ জলপাইগুড়ি রেলস্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে মাহালদিরামের দূরত্ব প্রায় 62 কিলোমিটার ৷ দুই জায়গা থেকেই চারচাকা গাড়ি শেয়ার বা রিজার্ভ করে সরাসরি যাওয়া যায় মাহালদিরামে । সেক্ষেত্রে মাথাপিছু খরচ 1200 থেকে 1500 টাকা । চাইলে ব্রেক জার্নি করেও যেতে পারবেন । সেক্ষেত্রে প্রথমে যেতে হবে কার্শিয়াং । সেখান থেকে গাড়ি ভাড়া করে হিলকার্ট রোড ধরে কার্শিয়াং পেরিয়েই পৌঁছে যাওয়া যায় দিলারাম মোড় । সেখান থেকে ডান দিকে ঘুরে গেলে মাহালদিরাম । দিলারাম থেকে মাহালদিরামের দূরত্ব 12 কিলোমিটার । কার্শিয়াং যেতে খরচ 400 থেকে 600 টাকা । সেখান থেকে মাহালদিরাম পৌঁছতে খরচ মাথাপিছু খুব বেশি হলে 500 টাকা ।
মাহালদিরামের পরিবেশ সবুজে ঘেরা
কোথায় থাকবেন ? মাহালদিরামে বেশ কয়েকটি হোম স্টে রয়েছে । তবে থাকার জন্য 'মাহালদিরাম সালামান্দার জঙ্গল ক্যাম্প' দারুণ জায়গা । যদিও এর নাম ক্যাম্প কিন্তু এটি একটি সুন্দর হোম স্টে ৷ দোতলা বাড়ি । থাকা খাওয়া নিয়ে মাথাপিছু খরচ 2 হাজার টাকা । তবে সিজন বুঝে দর ওঠানামা করে । হোম স্টে-তে থাকতে খরচ 1500 থেকে 1800 টাকা ।
মাহালদিরামের হোম স্টে

আরও পড়ুন :

  1. পুজোয় নিরিবিলিতে সময় কাটাতে চান ? আপনার অপেক্ষায় সিঙ্গালিলার জঙ্গল মাজুয়া
  2. প্রিয়জনের সঙ্গে প্রকৃতির নিরিবিলিতে স্বাগত জানান নতুন বছরকে, রইল সৌন্দর্যে ভরপুর অজানা গ্রামের হদিশ
  3. বছর শুরুতেই মন উড়ুউ়ড়ু ? আপনার ঠিকানা হোক রাজ্যের শেষ সীমানা সাঙ্গসেরে গ্রাম

ABOUT THE AUTHOR

...view details