পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / travel

বারবার ধসে পাহাড় থেকে মুখ ঘুরিয়েছেন পর্যটকরা, পুজোর ছুটিতে গন্তব্য সমুদ্র - Popular Tourist Destination - POPULAR TOURIST DESTINATION

Durga Puja 2024 Tourism Trends: পুজোর সময় কয়েকদিনের ছুটিতে বাঙালি বেড়াতে যাবে না, এটা কি হয় ? এবছর পরিস্থিতিটা অন্যরকম ৷ কোভিডকালের পর 2024 সালের পুজোয় পর্যটন শিল্পের হাল খারাপ বলেই জানাচ্ছে পর্যটন সংস্থাগুলি ৷ প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ে ধস তার আরেকটি কারণ ৷

Tourism News
পাহাড়ের থেকে সমুদ্রের প্রতি টান বেশি পর্যটকদের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2024, 1:07 PM IST

মেদিনীপুর, 27 সেপ্টেম্বর: বাঙালি একদিকে ভোজনরসিক, তেমনই পর্যটনপ্রেমী ৷ দুর্গাপুজো পর্যটনের অন্যতম সেরা মরশুম ৷ এসময় সমুদ্রে ভিড় জমে ৷ পাহাড়েরও চাহিদা থাকে ৷ এবছর ছবিটা অন্যরকম ৷

পাহাড়ে বিশেষত সিকিমে বারবার ধস নামায় মাঝেমধ্যেই বন্ধ হয়েছে বাংলা-সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ তাই প্রাকৃতিক দুর্যোগের জেরে পাহাড়ের আকর্ষণ খানিকটা কমেছে ৷ পর্যটকেরা এখন সমুদ্রমুখী ৷ পর্যটন সংস্থাগুলি আশাবাদী, সেপ্টেম্বরে ব্যবসা মন্দা হলেও পুজোর পর ব্যবসা ভালো যাবে ৷ অতিমারি কোভিডের পর এই বছরে ফের ব্যবসার হাল ভালো নয়, দাবি পর্যটন সংস্থার মালিকদের ।

দুর্গাপুজোর ছুটিতে পর্যটকদের কাছে সমুদ্রের আকর্ষণ বেশি (ইটিভি ভারত)

পিতৃপক্ষের পরই তর্পণের মধ্যে দিয়ে শুরু হবে দেবী পক্ষের ৷ এই সময় হাজার হাজার পর্যটক ঘুরতে যাচ্ছেন ৷ এবার চারিদিকে বন্যা পরিস্থিতি ৷ আবহাওয়ার পূর্বাভাস নিশ্চিত না মিললেও পুজোর বৃষ্টির একটা আশঙ্কা রয়ে যাচ্ছে ৷ কারণ অক্টোবরের শুরুতে বৃষ্টির দাপট ফিরতে চলেছে ৷ ভারী বৃষ্টিতে পাহাড়ে ধস নামতে পারে ৷ বর্ষার মরশুমে বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ-সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছে ৷ তাই পাহাড়ের আকর্ষণ কমেছে পর্যটন প্রেমীদের কাছে ৷

এবার পুজোয় পর্যটকদের কাছে পাহাড়ের আকর্ষণ কমেছে (ইটিভি ভারত)

পুজোয় বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু হয় সাধারণত চার মাস আগে থাকতে ৷ সেই ট্রেন্ড অনুযায়ী ট্রাভেল এজেন্সিগুলি জানাচ্ছে, পুজোয় সমুদ্রে ভিড় বেশি হবে ৷ এই বিষয়ে পর্যটন সংস্থার কর্ণধার গণেশ চন্দ্র মাইতি বলেন, "পুজোর অনেক আগে থাকতেই পর্যটকরা তাঁদের পরিকল্পনা ঠিক করে নেন ৷ এবছর পাহাড়ে প্রতিকূল পরিস্থিতি ৷ জুলাই-অগস্টে প্রচুর বৃষ্টি হয়েছে ৷ এর ফলে পাহাড়ের কিছু জায়গায় ধস নেমেছে ৷ রাস্তাঘাট বন্ধ হয়েছে ৷ তাই পর্যটকদের পাহাড়ের দিকে টান কম ৷ তাঁরা সমুদ্র, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেতে চাইছে ৷"

সমুদ্রে ঘুরতে যাওয়ার প্রবণতা বেড়েছে (ইটিভি ভারত)

আরেক পর্যটক এজেন্সির কর্ণধার শান্তি চক্রবর্তী, "এখন বঙ্গের বিভিন্ন জায়গা জলমগ্ন ৷ সেইসঙ্গে মানুষের হাতে টাকা নেই ৷ খরচের দিকে যাচ্ছে না ৷ গত বছর, তার আগের বছরেও আমরা চুটিয়ে ব্যবসা করেছি ৷ কিন্তু এখন সেভাবে পর্যটকরা আসছেন না ৷ আশা করছি, পুজোর পর প্রাকৃতিক পরিস্থিতি ঠিক হলে পর্যটকরা পাহাড়ের দিকে যাবে ৷ তাতে ব্যবসার উন্নতি হবে ৷"

2020 সালে, 2021 সালের কিছুটা সময় কোভিডের সময়ে পর্যটন ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে ৷ এরপর 2021, 2022, 2023 সালে চুটিয়ে ব্যবসা করেছে পর্যটন সংস্থাগুলি ৷ মানুষ ঘর থেকে বেরিয়েছে ৷ ব্যবসায়ে লক্ষ্মী লাভ হয়েছিল ৷ এবার বিভিন্ন পারিপার্শ্বিক ঘটনার জন্য অবস্থা অন্যরকম ।তার সঙ্গে রয়েছে প্রাকৃতিক বিপর্যয়, পাহাড়ে ধস, এতে মন্দা দেখছে এই ট্রাভেল এজেন্সিগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details