পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

50 মেগাপিক্সেল ক্যামেরা-লাইকা সুমিলাক্স লেন্স; ভারতে লঞ্চ করল শাওমি 14 সিভি - Xiaomi 14 Civi - XIAOMI 14 CIVI

Xiaomi 14 Civi: ভারতের বাজারে এল শাওমি 14 সিভি ৷ বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারী সংস্থা লাইকা ক্যামেরাস-এর লেন্স ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোন ৷ ঝকঝকে ছবি তুলতে প্রয়োজন হবে না আর দামী ক্যামেরার ৷

Xiaomi 14 Civi
শাওমি 14 সিভি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 7:23 AM IST

Updated : Jun 12, 2024, 3:44 PM IST

হায়দরাবাদ, 4 জুন: ভারতীয় বাজারে লঞ্চ করল শাওমির 14 সিরিজ স্মার্টফোন ৷ ভারতে এই বছর লঞ্চ হলেও, 3 বছর আগে চিনের বাজারে লঞ্চ করেছে এই স্মার্টফোন ৷ ভারতীয় বাজারে এই প্রথম সিভি সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে শাওমি ৷ শাওমির 14 সিরিজের এই স্মার্টফোন শাওমি 14 ও শাওমি 14 আলট্রা স্মার্টফোনের সঙ্গে জোর কদমে পাল্লা দেবে ৷ প্রায় 50 হাজারের কাছাকাছি ধার্য করা হয়েছে এই স্মার্টফোনের দাম ৷ সংস্থার পক্ষ থেকে টুইটারে স্মার্টফোনের লঞ্চিং টিজার প্রকাশিত হয়েছিল আগেই ৷ অত্যাধুনিক প্রয়ুক্তিসম্পন্ন এই স্মার্টফোনটি স্লিক ডিজাইনের ।

14 সিরিজের এই ফোনে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে:

শাওমির 14 সিভি সিরিজের এই স্মার্টফোনে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ৷ 1.5 হাজার রেজোলিউশনের 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে । রিফ্রেশ রেট 120 হার্জ । মনে করা হচ্ছে, এই স্মার্টফোনই প্রথম এই ধরনের উন্নত প্রযুক্তির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বিশেষত, এই কোয়াড কার্ভড ডিসপ্লের বৈশিষ্ট্য হল, সবদিক দিয়ে স্ক্রিনে ভেসে ওঠা ছবি একই রকম দেখা যাবে।

ক্যামেরা:

শাওমি 14 এবং শাওমি 14 আলট্রার মতো এই শাওমি 14 সিভি স্মার্টফোনটিতেও লাইকা ব্রান্ডের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে. সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, লাইকা ব্র্যান্ডটি উন্নত প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা এবং এ ধরনের সরঞ্জাম তৈরির জন্য বিখ্য়াত।

শাওমির এই সিভি মডেলটিতেও এই কোম্পানির তৈরি ক্যামেরা সেন্সর ব্য়বহার করায় ছবি তোলার ক্ষেত্রে তা যে কোনও অন্য় ফোনের তুলনায় এগিয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। সাধারণত, শাওমি 14 সিরিজের প্রায় সমস্ত স্মার্টফোনে লাইকা কোম্পানির ক্য়ামেরা ব্যবহার করা হয় ।

  • প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল ৷ যেখানে লাইকা সুমিলাক্স লেন্স আছে ৷
  • 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা পাওয়া যাবে ৷
  • সেলফি তুলতে যাঁরা ভালোবাসেন, তাঁদেরও নিরাশ করেনি শাওমি 14 সিভি ৷
  • তাঁদের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই সিরিজটিতে ৷

তিনটি রঙে মিলবে এই স্মার্টফোন:

আপাতত, শাওমি 14 সিভি মডেলটি ভারতে তিনটি রঙে পাওয়া যাবে- ক্রুজ ব্লু, শ্য়াডো ব্ল্যাক, মাচা গ্রিন ৷ শাওমি ৪ প্রো ফোনের একটি উন্নত ভার্সন শাওমি 14 সিভি। তাই এর মধ্য়ে শাওমি 14 প্রো-এর বেশ কিছু ফিচার থাকবে। এছাড়া করনিয়া গোরিলা গ্লাস ভিকটাস 2 ডিসপ্লে দিয়ে শাওমি 14 সিভিকে আরও বেশি সুরক্ষিত করা হয়েছে।

স্টোরেজ:

শাওমি 14 সিভি-তে রয়েছে থার্ড জেনারেশন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস চিপসেট, 12জিবি র্যাম, 512 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ব্য়াটারি:

আশা করা হচ্ছে, এই শাওমি 14 সিভি স্মার্টফোনে 4,700 এমএএইচ ব্যাটারি থাকবে। পাশাপাশি 67 ওয়াটের ফাস্ট চার্জিং-এর সুবিধে পেতে পারেন ব্যবহারকারীরা। হাইপার ওএস বেস অ্যান্ড্রয়েড 14 সফটওয়্যার ব্যবহার করা হয়েছে এই ফোনে। এছাড়া শাওমির অন্য় ফোনগুলির মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, হাই-রেজ অডিয়ো, স্টিরিও স্পিকার, ডলবি অ্য়াটমস সাপোর্ট মিলবে সাউন্ড সিস্টেমে।

আর দেরি কেন চলতি মাসে আর কয়েকদিনের মধ্যেই হাতে এসে যাবে এই স্মার্টফোন ৷ ইতিমধ্যেই বেশ কিছু অনলাইন শপিং সাইটে দেখা যাচ্ছে এই ফোনের বিজ্ঞাপণ ৷

Last Updated : Jun 12, 2024, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details