পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মেসি’দের বিশ্বকাপ জয় উদযাপন শাওমির ! ফুটবলপ্রেমীদের জন্য বাজারে এল রেডমি নোট 13 প্রো প্লাস - Redmi Note 13 Pro - REDMI NOTE 13 PRO

Technology Redmi: আর্জেন্তিনা ও মেসির অনুরাগীদের জন্য় বিশেষ এডিশনের মোবাইল ফোন বাজারে আনল শাওমি ৷ রেডমি নোট 13 প্রো প্লাস, 512 জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম 37 হাজার 999 টাকা ৷ তবে বিশেষ অফার থাকায় মাত্র 35 হাজার টাকাতেই পাওয়া যাবে এই ফোন ৷

Redmi Note 13 Pro+
রেডমি নোট 13প্রো প্লাস (রেডমি নোটের সোশাল মিডিয়া)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 10:13 PM IST

হায়দরাবাদ, 25 মে: এবার ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এডিশনের ফোন লঞ্চ করল রেডমি নোট 13 প্রো প্লাস ৷ এটি ফাইভ জি সুবিধা যুক্ত ৷ চলতি মাসের 15 তারিখেই ভারতে লঞ্চ করেছে রেডমি নোট 13প্রো প্লাস ৷ আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই নতুন ফোন বাজারে এনেছে শাওমি ৷ বিশেষত যাঁরা ফুটবলপ্রেমী ও আর্জেন্তিনারর অনুরাগী তাঁদের যে এই ফোন নজর কাটবে তা বলার অপেক্ষা রাখে না ৷ মেসি অনুরাগী কিংবা আর্জেন্তিনার প্রেমী যাই হন না কেন এই মোবাইলের টান কোনও ভাবেই উপেক্ষা করতে পারবেন না ৷

কী আছে এই ফোনে:

এই ফোনের ব্যাক প্যানেলে (Back Panel) রয়েছে ডুয়াল টোন ডিজাইন ৷ নীল এবং সাদা রঙের স্ট্রাইপ ৷ নীল-সাদা মানেই আবার অন্য কিছু ভেবে বসবেন না ৷ রেডমি নোট 13 প্রো প্লাস 5 জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এডিশনের মোবাইল ৷ মোবাইল ফোনে নয়, এই বিশেষ এডিশনের সিরিজে বক্সেও নতুনত্ব আছে ৷ বিশেষ এডিশনের এই মোবাইলের বক্সের সঙ্গে থাকবে অ্যাকসেসরিজ ও এএফএ ব্র্যান্ডিং ৷

উন্নত প্রযুক্তির প্রসেসের ও ব্যাটারি:

আর্জেন্তিনা ও মেসির অনুরাগীদের জন্য এই বিশেষ এডিশনের মোবাইলে মিডিয়াটেক ডিমেনসিটি 7200 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ ফুটবল খেলার সময় যাতে দীর্ঘক্ষণ ব্যাটারি শেষ না হয়ে যায় তার জন্য 5000 এমএএইচ ব্যাটারি আছে ৷ ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ হয়ে যায় ৷ এছাড়াও মোবাইলটিকে আরও আকর্ষণীয় করেছে মেসির জার্সির 10 নম্বর লেখাটি ৷

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে একাধিক নতুন ফিচার ঘোষণা অ্যাপলের

দাম কত :

ভারতে রেডমি নোট 13প্রো প্লাস 5জি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এডিশনের ফোনের দাম 34 হাজার 999 টাকা ৷ এটি স্পেশাল লঞ্চ প্রাইস ৷ তবে 12 জিবি ব়্যাম এবং 512 জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম 37 হাজার 999 টাকা ৷ 3 হাজার টাকা বিশেষ ছাড় দেওয়ায় দাম হয়েছে 34 হাজার 999 টাকা ৷ আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমন্ট করলে এই বিশেষ ছাড় পাওয়া যাবে ৷ চলতি মাসের 15 তারিখ থেকে এই মোবাইলের বিক্রি শুরু হয়ে গিয়েছে ভারতের বাজারে ৷ ফিউশন ব্ল্যাক, ফিউশন পার্পল, ফিউশন হোয়াইট- এই তিনটি রঙে পাওয়া যাবে রেডমির এই ফোন। বিভিন্ন অনলাইন সাইটের পাশাপাশি পাওয়া পাওয়া যাবে এমআই -এর নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে ৷

আরও পড়ুন: Oppo Find X7 Ultra আলট্রা মডেলে ব্যবহৃত উন্নত প্রযুক্তির ক্যামেরা ও হাইলাইটের সুবিধা, ছবি হবে নিখুঁত

ABOUT THE AUTHOR

...view details