পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপে নয়া ফিচার, ভিডিয়ো কলে একসঙ্গে নেওয়া যাবে 32 জনকে - Whatsapp New Feature - WHATSAPP NEW FEATURE

Whatsapp New Feature: এবার আরও একটি নয়া ফিচার যুক্ত হল হোয়াটসঅ্যাপে ৷ এবার থেকে এক সঙ্গে 32 জনকে ভিডিয়ো কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে ৷ এর ফলে কয়েক কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না ৷

WHATS APP
নয়া ফিচার যুক্ত হল হোয়াটসঅ্যাপে (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 8:12 PM IST

হায়দরাবাদ, 21 জুন: প্রতি নিয়ত আপডেট হচ্ছে হোয়াটঅ্যাপের ৷ ভিডিয়ো কল থেকে শুরু করে টাকা পাঠানো, সবক্ষেত্রেই পরিবর্তন এনেছে এই ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি ৷ এবার আরও একটি নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ ৷ নুতন এই ফিচারটি স্পিকার স্পটলাইট নামে দেখা যাবে ৷ নতুন এই সুবিধা উইন্ডোজ ও মোবাইল দু’টি ক্ষেত্রেই পাওয়া যাবে ৷

এটাই প্রথম নয়, আগেও ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের একাধিক ফিচার আপগ্রেড হয়েছে ৷ 2023 সালে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা এনেছিল হোয়াটসঅ্যাপ ৷ এর আনল 32 জনের একসঙ্গে ভিডিয়ো কলের সুবিধা ৷ এবার থেকে কল করার সময় ভিডয়ো দেখাতে পাবেন ব্যবহারকারীরা ৷ এর আগে কেবলমাত্র মোবাইবের মাধ্যমে ভিডিয়ো কল করলে একসঙ্গে 32 জনকে ভিডিয়ো কল করা যেত ৷ উইন্ডোজ ও ম্যাকবুক ব্যবহারকারীরা এক সঙ্গে সর্বোচ্চ 16-18 জনকে ভিডিয়ো কল করতে পারতেন ৷ নুতন আপডেটে একসঙ্গে 32জনকে ভিডিয়ো কল করতে পারবেন

সম্প্রতি, এই ম্যাসেজ পরিষেবা প্রদানকারী অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে মেটা লো বিটরেট (MLow) কোডেক নিয়ে এসেছে। যদি কোনও ব্যবহারকারীর পর্যাপ্ত নেটওয়ার্ক সংযোগ না থাকে বা তিনি একটি পুরানো সেল ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে এই MLow কলের বেশ নির্ভরযোগ্যতা আছে । যা ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার কলে পাওয়া যায় ৷ ইতিমধ্যেই ব্যবহারকারীদের পরিষেবাটি পছন্দ করেছেন ।

প্রসঙ্গত, 2015 সাল থেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট আসেছে ৷ ভিডিয়ো কল ও গ্রুপ কলের সাপোর্ট পাওয়া যাচ্ছে ৷ সম্প্রতি স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধাও এসেছে ৷ ভয়েস ও ভিডিয়ো কলের কোয়ালিটি উন্নত হয়েছে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিয়ত হোয়াটসঅ্য়াপে ফিচারের পরিবর্তন করা হচ্ছে ৷ এই পরিবর্তন ব্যবহারকারীদের সুবিধার্থে করা হচ্ছে ৷ বিশেষত হোয়াটসঅ্যাপে প্রাইভেট কলের সুবিধা চালু হওয়ায় বিশ্বের যেকোনও প্রান্ত কল করা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details