হায়দরাবাদ, 21 জুন: প্রতি নিয়ত আপডেট হচ্ছে হোয়াটঅ্যাপের ৷ ভিডিয়ো কল থেকে শুরু করে টাকা পাঠানো, সবক্ষেত্রেই পরিবর্তন এনেছে এই ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি ৷ এবার আরও একটি নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ ৷ নুতন এই ফিচারটি স্পিকার স্পটলাইট নামে দেখা যাবে ৷ নতুন এই সুবিধা উইন্ডোজ ও মোবাইল দু’টি ক্ষেত্রেই পাওয়া যাবে ৷
এটাই প্রথম নয়, আগেও ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের একাধিক ফিচার আপগ্রেড হয়েছে ৷ 2023 সালে স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা এনেছিল হোয়াটসঅ্যাপ ৷ এর আনল 32 জনের একসঙ্গে ভিডিয়ো কলের সুবিধা ৷ এবার থেকে কল করার সময় ভিডয়ো দেখাতে পাবেন ব্যবহারকারীরা ৷ এর আগে কেবলমাত্র মোবাইবের মাধ্যমে ভিডিয়ো কল করলে একসঙ্গে 32 জনকে ভিডিয়ো কল করা যেত ৷ উইন্ডোজ ও ম্যাকবুক ব্যবহারকারীরা এক সঙ্গে সর্বোচ্চ 16-18 জনকে ভিডিয়ো কল করতে পারতেন ৷ নুতন আপডেটে একসঙ্গে 32জনকে ভিডিয়ো কল করতে পারবেন