হায়দরাবাদ:মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ চলতি বছরের জুন মাস থেকে এআই চ্যাটবট চালু করেছে ৷ গত কয়েক মাস ধরে, চ্যাটবটের নতুন ফিচার আপডেট করছে ৷ সম্প্রতি একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেটা এআই একটি নতুন চ্যাট মেমরি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপে ৷ তবে এই ফিচার আপাতত পরীক্ষার পর্যায়ে রয়েছে ৷ কবে থেকে এই নতুন ফিচার আসবে তা উল্লেখ করেনি হোয়াটসঅ্যাপ ৷ জেনে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই নতুন মেটা এআই ফিচার।
মেটা এআই-এর জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট মেমরি বৈশিষ্ট্য
WABetaInfo-এর একটি প্রতিবেদন অনুসারে, হোয়াটসঅ্যাপ একটি নতুন এআই-চালিত চ্যাট ফিচার তৈরি করতে চলেছে । এই ফিচারের নাম 'চ্যাট মেমরি' ৷ যেটি মেটা এআইকে আগের কথোপকথনগুলি সংরক্ষণ বা মনে রাখার অনুমতি দেবে। মেটা এআই ব্যক্তিগত বিবরণ, জন্মদিন, সুপারিশ, সময়সূচির মতো তথ্য সংরক্ষণ করতে সক্ষম করবে বলে আশা করা হচ্ছে । প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে "মেটা এআই সুপারিশ, উপদেশ বা প্রতিক্রিয়া দিতে পারবে ব্যবহারকারীর পছন্দ মতো ৷ এই সমস্ত প্রতিক্রিয়া মানুষের মতো হবে ৷
ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর
বলা যায় মেটা এআই-এর হোয়াটসঅ্যাপ চ্যাট মেমরি ফিচার চালু হলে, ব্যবহারকারীরা অতীতের কথোপকথন থেকে তথ্য পুনরুদ্ধার করতে পারবেন সহজে ৷ ব্যক্তিগত এবং স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রেও অন্য অভিজ্ঞতা হবে । এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মেটা এআই মেমরি চ্যাট ফিচার চালু হলে ব্যবহারকারীর চ্যাটের গোপনীয়তা বজায় থাকবে ? মেটার নতুন ফিচারে আরও গোপনীয় থাকবে চ্যাট ৷