পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

একটু ব্যবহারেই গরম হচ্ছে সাধের মুঠোফোন, সেটিংস পরিবর্তনেই মুশকিল আসান! - Tips To keep Smartphone Cool - TIPS TO KEEP SMARTPHONE COOL

Phone Overheating: প্রায়ই স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার এবং অতিরিক্ত গরমে বিস্ফোরণের ঘটনা ঘটছে ৷ মোবাইলে থাকা কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই ফোনকে ঠান্ডা ও সুরক্ষিত রাখা যায় ৷ প্রতিবেদনে উল্লেখ করা কয়েকটি সেটিংস মেনে চললেই এই সমস্যা থেকে রেহাই মিলবে ৷

Phone Overheating
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Sep 2, 2024, 7:51 PM IST

হায়দরাবাদ: স্মার্টফোন ব্যবহার শুধু অভ্যাসই নয়, প্রয়োজনও হয়ে গিয়েছে । বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের এক বড় সমস্যা, একটি ব্যবহারের পরই সেগুলি গরম হয়ে যাচ্ছে ৷ অনেকেই বুঝতে পারেন না স্মার্টফোন গরম হয়ে গেলে কী করতে হবে ৷ সময় থাকতে সচেতন হওয়া দরকার ৷ না-হলে অজান্তেই স্মার্টফোনের বড় ক্ষতি হয়ে যেতে পারে ৷ জানেন কি স্মার্টফোনের সেটিংস-এ একটু পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷ এবার বিস্তারিতভাবে উল্লেখ করা যাক সাধের মুঠোফোন ঠিক রাখতে কী করবেন ৷

ব্লুটুথ বন্ধ করুন:যাঁরা স্মার্টওয়াচ এবং ব্লুটুথ ইয়ারবাড ব্য়বহার করেন তাঁরা বেশিরভাগ সময়েই ডিভাইসের সঙ্গে সেগুলি সংযুক্ত করে রাখেন। দির্ঘক্ষণ ব্লুটুথ অন থাকায় সেটি ডিভাইসের ব্যাটারিতেও চাপ সৃষ্টি করে ৷ এমত অবস্থায় স্মার্টফোন গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য ব্লুটুথ বা অন্যান্য কানেক্টিভিটি অপশন বন্ধ করে দিতে পারেন। তাতেও ডিভাইসের অ্যাপগুলি কিছুক্ষণের জন্য় হলেও বন্ধ থাকবে ৷

উজ্জ্বলতা কম রাখুন: গরমকালে স্মার্টফোনের ডিসপ্লের উজ্জ্বলতা বেশি থাকলেও সেটি গরম হতে পারে ৷ স্মার্টফোনটি ঠান্ডা রাখতে ডিসপ্লের উজ্জ্বলতা কম করে রাখতে পারেন। তাছাড়াও, আপনি যদি বাড়িতে থাকার সময় কম উজ্জ্বলতা রাখা স্বাস্থ্যের জন্য ভালো ৷

ফ্লাইট মোড চালু করুন: যদি হঠাৎ করে স্মার্টফোন গরম অনুভূত হয়, তবে সেটি অবিলম্বে এয়োপ্লেন (ফ্লাইট) মোড চালু করতে হবে। অনেক সময়ে ব্য়াকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকলেও স্মার্টফোন গরম হয়। ব্যাক গ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চালু থাকলে মোবাইলের ডেটাও নষ্ট হয় ৷ কাজ হয়ে গেলে অ্যাপ বন্ধ করে দেওয়া ভালো ৷ এই ক্ষেত্রে, আপনার ফোনটিকে কিছু সময়ের জন্য ফ্লাইট মোডে রাখলে আপনার ডেটা বাঁচবে এবং ফোন গরম হবে না। এর কিছুক্ষণ পর ফোনের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে।

চার্জে সাবধান: অনেকেরই ফোন দীর্ঘক্ষণ চার্জে রাখার অভ্যাস থাকে। ফোন গরম হয়ে গেলে অবিলম্বে ফোন চার্জ করা বন্ধ করা প্রয়োজন। এছাড়াও যেকোনও চার্জার ব্যবহার না করা ভালো । চার্জিং নিয়ে অসতর্ক হওয়া ঠিক নয়। প্রয়োজনে ফোন চার্জের সময় সেটির ব্যবহার করা বন্ধ করা ভালো।

ব্যাটারি সেভিংমোড: অনেক স্মার্টফোনে ব্যাটারি সেভিং মোড দেওয়া হয়। তাই এই মোড ব্যবহার করা উচিত ৷ এছাড়াও, কম-পারফরম্যান্স বা ব্যাটারি সেভিং মোড উপলব্ধ থাকে, সেটি চালু রাখতে পারেন ৷ ফোনটি ওভারলোড না হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

ABOUT THE AUTHOR

...view details