হায়দরাবাদ: স্মার্টফোন ব্যবহার শুধু অভ্যাসই নয়, প্রয়োজনও হয়ে গিয়েছে । বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের এক বড় সমস্যা, একটি ব্যবহারের পরই সেগুলি গরম হয়ে যাচ্ছে ৷ অনেকেই বুঝতে পারেন না স্মার্টফোন গরম হয়ে গেলে কী করতে হবে ৷ সময় থাকতে সচেতন হওয়া দরকার ৷ না-হলে অজান্তেই স্মার্টফোনের বড় ক্ষতি হয়ে যেতে পারে ৷ জানেন কি স্মার্টফোনের সেটিংস-এ একটু পরিবর্তন আনলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷ এবার বিস্তারিতভাবে উল্লেখ করা যাক সাধের মুঠোফোন ঠিক রাখতে কী করবেন ৷
ব্লুটুথ বন্ধ করুন:যাঁরা স্মার্টওয়াচ এবং ব্লুটুথ ইয়ারবাড ব্য়বহার করেন তাঁরা বেশিরভাগ সময়েই ডিভাইসের সঙ্গে সেগুলি সংযুক্ত করে রাখেন। দির্ঘক্ষণ ব্লুটুথ অন থাকায় সেটি ডিভাইসের ব্যাটারিতেও চাপ সৃষ্টি করে ৷ এমত অবস্থায় স্মার্টফোন গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য ব্লুটুথ বা অন্যান্য কানেক্টিভিটি অপশন বন্ধ করে দিতে পারেন। তাতেও ডিভাইসের অ্যাপগুলি কিছুক্ষণের জন্য় হলেও বন্ধ থাকবে ৷
উজ্জ্বলতা কম রাখুন: গরমকালে স্মার্টফোনের ডিসপ্লের উজ্জ্বলতা বেশি থাকলেও সেটি গরম হতে পারে ৷ স্মার্টফোনটি ঠান্ডা রাখতে ডিসপ্লের উজ্জ্বলতা কম করে রাখতে পারেন। তাছাড়াও, আপনি যদি বাড়িতে থাকার সময় কম উজ্জ্বলতা রাখা স্বাস্থ্যের জন্য ভালো ৷