হায়দরাবাদ:চলতি বছরের মার্চে 5জি মোবাইল ব্রডব্যান্ড আনতে চলেছে Vodafone-Idea (Vi) ৷ প্রথম সারির টেলিকম সার্ভিস প্রোভাইডার Airtel ও Jio-j র সঙ্গে পাল্লা দিতেই 5জি নেটওয়ার্ক চালু করতে চলেছে ভোডাফোন ৷ প্রাথমিক ভাবে অনুমান গ্রাহকদের কথা ভেবে সাশ্রয়ী দামে এই প্ল্যান চালু করবে Vi ৷
ET-এর একটি রিপোর্ট অনুসারে, এই Vi 2025 সালে 75টি বড় শহরে 5G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক আনার প্রস্তুতি নিচ্ছে । এই শহরগুলির 17টি সার্কেলে থাকবে Vi 5জি পরিষেবা ৷ এই সমস্ত সার্কেলের গ্রহাকদের ডেটা ব্যবহারের খরচ বেশি ৷ এই পরিষেবা চালু হলে গ্রাহকরা কম খরচে ডেটা ব্যবহার করতে পারবেন ৷
Vi-এর 5G প্ল্যান সস্তা হবে
Vi তার এন্ট্রি-লেভেল 5G প্ল্যানগুলি Jio এবং Airtel-এর দামের তুলনায় 15 শতাংশ পর্যন্ত কম রাখতে পারে। রিপোর্ট অনুসারে, Vi CEO অক্ষয় মন্দ্রা উল্লেখ করেন, যে লঞ্চের সময় 5G প্ল্যানের চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে ৷ তবে ব্যবহারকারীদের স্বার্থে 5G প্ল্যানের দাম কম রাখা হবে অন্যান্য সার্ভিস প্রোভাইডার সংস্থার থেকে ৷
এই প্রসঙ্গেই, Vi-এর এক মুখপাত্র বলেন, "আমরা 5G পরিষেবা চালু করতে প্রস্তুত এবং কম দামে গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ।" তিনি আরও বলেন, "Vi-এর কাছে পর্যাপ্ত এবং ভালো 5G স্পেকট্রাম রয়েছে, পরিষেবা চালুর ক্ষেত্রে 17টি এলকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ৷ Vodafone-Idea সম্প্রতি Nokia, Ericsson এবং Samsung এর সঙ্গে 30 হাজার কোটি টাকার (30,000) চুক্তি করেছে 4G এবং 5G নেটওয়ার্ক আপগ্রেডের জন্য ৷ ইতিমধ্যেই Vi দ্রুত 5G বেস স্টেশন ইনস্টল করছে ৷ কোম্পানির লক্ষ্য 3 বছরে 75,000 সাইট স্থাপন করা । এর জন্য তারা 3.5 GHz এবং 1,800 MHz স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করবে।
Vi কি 5G পরিষেবা কি সাশ্রয়ী
2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত Relience Jio-র 148 মিলিয়ন এবং Airtel-এর 105 মিলিয়ন 5G ব্যবহারকারী ছিল । এবার প্রতিযোগিতায় নামতে চলেছে Vi ৷ শুরু গ্রাহকদের জন্য সাশ্রয়ীমূল্যে একাধিক প্ল্যান থাকতে পারে ৷ এই প্রসঙ্গেই, Vi-এর এক মুখপাত্র বলেন, "আমরা আমাদের নেটওয়ার্ক ও পরিষেবা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমরা 2025 সালের মার্চের মধ্যে নতুন এলাকায় 5G পরিষেবা চালু করব ৷"