পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের - UPI Payments - UPI PAYMENTS

অনলাইন লেনদেনে বেশি আগ্রহী বর্তমান প্রজন্ম । তার জেরেই বৃদ্ধি পাচ্ছে লেনদেন। ডিজিটাল পেমেন্টে বৈপ্লবিক পরিবর্তন দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলছে ।

UPI TRANSACTIONS
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Oct 5, 2024, 11:40 AM IST

হায়দরাবাদ:দেশ জুড়ে চাহিদা বাড়ছে অনলাইন লেনদেনের ৷ সেপ্টেম্বর মাস পর্যন্ত ইউপিআই-এর মাধ্যমে লেনদেন বেড়েছে 31 শতাংশ ৷ টাকার অঙ্কে 20.64 লক্ষ কোটি টাকা ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পরেশন অফ ইন্ডিয়া অনুসারে (NCPI) তথ্য অনুসারে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন 42 শতাংশ বেড়ে হয়েছে 15.04 বিলিয়ন (1,504 কোটি) ৷

প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে

NPCI-এর তথ্য অনুসারে, গত মাসে UPI-তে প্রতিদিন 50.1 কোটি লেনদেন হয়েছে। আগস্ট মাস পর্যন্ত এই সংখ্যা ছিল 48.3কোটি । এই সময়ের মধ্যে, UPI-তে প্রতিদিন গড়ে 68,800 কোটি টাকার লেনদেন হয়েছিল । যার মধ্যে শুধু মাত্র অগস্টে ইউপিআই-এর মাধ্যমে লেদেন হয়েছে 66,475 কোটি টাকা। মাসিক UPI লেনদেনের পরিমাণ বছরের পঞ্চম মাসে 20 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে ।

10 কোটি গাড়ি উৎপাদন করে রেকর্ড হুন্ডাইয়ের

সেপ্টেম্বরে 10 কোটি লেনদেন: সেপ্টেম্বরে আধার সক্ষম পেমেন্ট সিস্টেম (AEPS) এর মাধ্যমে প্রায় 10 কোটি লেনদেন হয়েছে ৷ যার মূল্য বেড়ে 24,143 কোটি টাকা ৷ পাশাপাশি সেপ্টেম্বরে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (আইএমপিএস) মাধ্যমে 5.65 লাখ কোটি টাকার লেনদেন করা হয়েছে। তথ্য অনুযায়ী চলতি বছের 11% বৃদ্ধি পেয়েছে আধার সক্ষম পেমেন্ট সিস্টেম। গত মাসে, প্রতিদিন গড়ে 1.4 কোটি IMPS লেনদেন হয়েছিল ৷ প্রতিদিনের গড়ে হিসেব অনুযায়ী 18,841 কোটি টাকা।

চিন্তা বাড়াচ্ছে সোনার গয়নায় নকল হলমার্ক ! জানুন 'খাঁটি' যাচাই করার উপায়

এছাড়াও সেপ্টেম্বরে FASTTAG-এর মাধ্যেমে 31.8 কোটি লেনদেন হয়েছিল। যেটি আগের থেকে 7 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে FASTAG-এর মাধ্যমে লেনদেন হয়েছে 5,620 কোটি। বার্ষিক 10% বৃদ্ধি পেয়েছে এই লেনদেনের পরিমাণ।

শিল্প বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরে ইউপিআই ডেটা অনুসারে দেশে ডিজিটাল লেনদেন উল্লেখযোগ্য হারে বাড়ছে। ওয়ার্ল্ডলাইন ইন্ডিয়ার ইনোভেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানালিটিক্সের প্রধান সুনীল রোংলা জানান, ডিজিটালি লেনদেনের সীমা বদ্ধি দেশের জন্য ইতিবাচক ৷ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত UPI লেনদেনের পরিামাণ ছিল 20.64 লক্ষ কোটি টাকার বেশি। তবে লেনদেনের সংখ্যা 14.44 বিলিয়ন থেকে বেড়ে 15.4 বিলিয়ন হয়েছে।

দিওয়ালির আগেই বাজারে আসছে দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্টফোন

ABOUT THE AUTHOR

...view details