পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

TVS Ronin-এর আকর্ষণীয় ফিচারের সঙ্গে মেতে উঠুন উৎসবের আনন্দে - TVS Ronin Special Edition - TVS RONIN SPECIAL EDITION

TVS Motor: উৎসবের মরসুম মাথায় রেখে, টিভিএস মোটর তাদের রেট্রো-আধুনিক মোটরসাইকেল টিভিএস রনিনের ফেস্টিভ সংস্করণ লঞ্চ করেছে। কোম্পানি এই সংস্করণটি 1.72 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে ৷ এছাড়াও বিভিন্ন ছাড় রয়েছে ৷

TVS Motor
উৎসবের মরসুমে টিভিএস রনিনের নতুন এডিশন (ছবি TVS Motor)

By ETV Bharat Tech Team

Published : Sep 26, 2024, 10:51 AM IST

হায়দরাবাদ: টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা TVS মোটর ভারতীয় বাজারে এনেছে রেট্রো-আধুনিক বাইক TVS Ronin-এর ফেস্টিভ সংস্করণ ৷ উৎসবের মরশুমে ক্রেতা টাইতেই এই বিশেষ উদ্যোগ ৷ নতুন এই এডিশনে এই বাইকের জ্বালানি ট্যাঙ্ক থেকে পাশের প্যানেল পর্যন্ত রঙের পরিবর্তন করা হয়েছে ৷ গাঢ় নীল ও সবুজ রঙের স্ট্রাইপ ডিজাইন করা হয়েছে ৷

TVS Ronin (ছবি TVS Motor)

50 মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থেকে দীর্ঘমেয়াদি ব্য়টারি ভিভোর এই সিরিজে

এটাই নয়, আরও একটি ডিজাইন টিভিএস রনিন ফেস্টিভ এডিশনকে স্ট্যান্ডার্ড রনিন থেকে আলাদা করে তা হল LED হেডলাইট ৷ এই হেড লাইটের উপর রয়েছে ওয়াইজার ৷ যেটি ব্ল্যাক-আউট ফ্লাই স্ক্রিনটি হিসেবে উল্লেখ করা হয়েছে টিভিএসের পক্ষ থেকে ৷ নতুন এডিশনে কেবলমাত্র বাইকের ডিজাইনে পরিবর্তন করা হয়নি, দ্রুত গতিতে বাইক চালানোর সময় সামনে থেকে আসা হাওয়াকেও অনায়াসেই আটকাতে পারবে এই ওয়াইজার ।

সস্তার প্ল্যান! রিচার্জের বৈধতা 52 দিনের, কে দিচ্ছে এই সুযোগ

বাইকটির বাইরের ডিজাইনে পরিবর্তন করা হলেও ইঞ্জিন ও আনুসাঙ্গিক বিষয়গুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি ৷ TVS Ronin 225.9cc বাইক ৷ এয়ার এবং অয়েল-কুলড, একক-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । এই ইঞ্জিনটি 20.1 bhp শক্তি এবং 19.93 Nm টর্ক উৎপন্ন করে এবং এটি একটি পাঁচ-স্পীড গিয়ারের সুবিধা আছে ৷

AI-কে বিশেষ গুরুত্ব, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে মোদির বৈঠক ফলপ্রসূ

TVS Ronin (ছবি TVS Motor)

বাইকের সামনের দিকে সাসপেনশনটিতে USD ফর্ক এবং পিছনের অংশে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক ব্যবহার করা হয়েছে । এছাড়াও টিভিএস রনিনে রয়েছে সিঙ্গেল-পড এলসিডি অ্যাডজাস্টেবল লিভার, অল-এলইডি লাইট, ইউএসবি চার্জার এবং ব্লুটুথ কাংকশনের সুবিধা ৷

ফেস্টিভ এডিশনের এই বাইকে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS মোড অর্থাৎ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ৷ আরবান এবং রেইন দুটি মোডে কাজ করে এই এবিএস সিস্টেম। TVS Ronin ফেস্টিভ এডিশনের এক্স-শোরুম মূল্য 1.72 লক্ষ টাকা এবং কোম্পানি এটি বুকিং শুরু করেছে। তবে পুজোর মরশুমে কিনলে বিভিন্ন রকমের ছাড় পেতে পারেন ৷

TVS Ronin (ছবি TVS Motor)

আকর্ষণীয় ছাড়ে মিলছে ওয়ানপ্লাস ও স্যামসাংয়ের স্মার্টফোন

টিভিএস রনিনের দাম কমানো:
এ ছাড়া উৎসবের মরসুমের অফারের অংশ হিসেবে টিভিএস রনিনের দাম কমানো হয়েছে। Ronin SS, যেটি বেস ভ্যেরিয়েন্টের এর দাম 1.35 লক্ষ টাকা এক্স-শোরুম। এই কারণে এটি 14,000 টাকা সস্তা হয়েছে। এই ছাড় কেবল মাত্র বেস ভ্যেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য।

ABOUT THE AUTHOR

...view details