হায়দরাবাদ: টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা TVS মোটর ভারতীয় বাজারে এনেছে রেট্রো-আধুনিক বাইক TVS Ronin-এর ফেস্টিভ সংস্করণ ৷ উৎসবের মরশুমে ক্রেতা টাইতেই এই বিশেষ উদ্যোগ ৷ নতুন এই এডিশনে এই বাইকের জ্বালানি ট্যাঙ্ক থেকে পাশের প্যানেল পর্যন্ত রঙের পরিবর্তন করা হয়েছে ৷ গাঢ় নীল ও সবুজ রঙের স্ট্রাইপ ডিজাইন করা হয়েছে ৷
50 মেগা পিক্সেল সেলফি ক্যামেরা থেকে দীর্ঘমেয়াদি ব্য়টারি ভিভোর এই সিরিজে
এটাই নয়, আরও একটি ডিজাইন টিভিএস রনিন ফেস্টিভ এডিশনকে স্ট্যান্ডার্ড রনিন থেকে আলাদা করে তা হল LED হেডলাইট ৷ এই হেড লাইটের উপর রয়েছে ওয়াইজার ৷ যেটি ব্ল্যাক-আউট ফ্লাই স্ক্রিনটি হিসেবে উল্লেখ করা হয়েছে টিভিএসের পক্ষ থেকে ৷ নতুন এডিশনে কেবলমাত্র বাইকের ডিজাইনে পরিবর্তন করা হয়নি, দ্রুত গতিতে বাইক চালানোর সময় সামনে থেকে আসা হাওয়াকেও অনায়াসেই আটকাতে পারবে এই ওয়াইজার ।
সস্তার প্ল্যান! রিচার্জের বৈধতা 52 দিনের, কে দিচ্ছে এই সুযোগ
বাইকটির বাইরের ডিজাইনে পরিবর্তন করা হলেও ইঞ্জিন ও আনুসাঙ্গিক বিষয়গুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি ৷ TVS Ronin 225.9cc বাইক ৷ এয়ার এবং অয়েল-কুলড, একক-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । এই ইঞ্জিনটি 20.1 bhp শক্তি এবং 19.93 Nm টর্ক উৎপন্ন করে এবং এটি একটি পাঁচ-স্পীড গিয়ারের সুবিধা আছে ৷