হায়দরাবাদ:সকলেই চান নিজের একটা গাড়ি থাকুক ৷ আর্থিক পরিস্থিতির কথা ভেবে সবসময় সম্ভব হয় না নতুন গাড়ি কেনার ৷ কখনও প্রথমবার গাড়ি কেনার কথা চিন্তা করলেও অনেকে পুরনো গাড়ি কিনতে চান ৷ তবে পুরনো গাড়ি কেনার বেশ ঝক্কি ও একটু ঝুঁকি থেকেই যায় ৷ এমনকী প্রতারিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ৷ তাই পুরনো গাড়ি কেনার আগে কয়েকটি বিষয়ে অবশ্য়ই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ৷ গাড়ির সমস্ত কাগজপত্র থেকে শুরু করে বর্তমান অবস্থা সব কিছুই খতিয়ে দেখা প্রয়োজন ৷ জেনে নেওয়া যাক পুরনো গাড়ি কেনার আগে কী কী কাগজপত্র দেখে নেওয়া দরকার ৷
এই স্মার্টওয়াচ পরে সাতাঁর কাটলেও নষ্ট হবে না, একবার চার্জে 18 দিন
গাড়িটিকে ভালো করে পরীক্ষা করতে হবে: সেকেন্ড হ্যান্ড বা পুরনো গাড়ি কেনার আগে অবশ্যই সেটির বর্তমান অবস্থা দেখে নিতে হবে ৷ প্রয়োজনে গাড়িটি কি পরিস্থিতি সেটাও খতিয়ে দেখতে হবে ৷ কোনও সমস্যা মনে হলে মেকানিক বা গাড়ির মিস্ত্রী দিয়ে পরীক্ষা করাতে হবে ৷
টায়ার চেক করুন: ব্যবহৃত গাড়ি কেনার সময় টায়ারের অবস্থা দেখে নিতে ভুলবেন না। টায়ারের অবস্থা খারাপ হলে, সেগুলি অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন। অনেকে ব্যবহৃত গাড়ি কেনার পরপরই টায়ার পরিবর্তন করে নেওয়া দরকার। না হলে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থেকে যায় ৷
স্প্যাম কলের সমস্যা থেকে রেহাই দিতে AI পরিষেবা টেলিকম সংস্থার