পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

পুরোনো গাড়ি কেনার আগে অবশ্য়ই মাথায় রাখুন এই টিপস - HOW TO BUY USED CAR - HOW TO BUY USED CAR

Second Hand Car Buying Tips: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হন। এই বিষয়টি মাথায় রেখে, আমরা আপনাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যে বিষয়গুলি মাথায় রাখার পরামর্শ দেওয়া হল ৷

Second Hand Car Buying Tips
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Sep 28, 2024, 2:59 PM IST

হায়দরাবাদ:সকলেই চান নিজের একটা গাড়ি থাকুক ৷ আর্থিক পরিস্থিতির কথা ভেবে সবসময় সম্ভব হয় না নতুন গাড়ি কেনার ৷ কখনও প্রথমবার গাড়ি কেনার কথা চিন্তা করলেও অনেকে পুরনো গাড়ি কিনতে চান ৷ তবে পুরনো গাড়ি কেনার বেশ ঝক্কি ও একটু ঝুঁকি থেকেই যায় ৷ এমনকী প্রতারিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ৷ তাই পুরনো গাড়ি কেনার আগে কয়েকটি বিষয়ে অবশ্য়ই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ৷ গাড়ির সমস্ত কাগজপত্র থেকে শুরু করে বর্তমান অবস্থা সব কিছুই খতিয়ে দেখা প্রয়োজন ৷ জেনে নেওয়া যাক পুরনো গাড়ি কেনার আগে কী কী কাগজপত্র দেখে নেওয়া দরকার ৷

এই স্মার্টওয়াচ পরে সাতাঁর কাটলেও নষ্ট হবে না, একবার চার্জে 18 দিন

গাড়িটিকে ভালো করে পরীক্ষা করতে হবে: সেকেন্ড হ্যান্ড বা পুরনো গাড়ি কেনার আগে অবশ্যই সেটির বর্তমান অবস্থা দেখে নিতে হবে ৷ প্রয়োজনে গাড়িটি কি পরিস্থিতি সেটাও খতিয়ে দেখতে হবে ৷ কোনও সমস্যা মনে হলে মেকানিক বা গাড়ির মিস্ত্রী দিয়ে পরীক্ষা করাতে হবে ৷

টায়ার চেক করুন: ব্যবহৃত গাড়ি কেনার সময় টায়ারের অবস্থা দেখে নিতে ভুলবেন না। টায়ারের অবস্থা খারাপ হলে, সেগুলি অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন। অনেকে ব্যবহৃত গাড়ি কেনার পরপরই টায়ার পরিবর্তন করে নেওয়া দরকার। না হলে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থেকে যায় ৷

স্প্যাম কলের সমস্যা থেকে রেহাই দিতে AI পরিষেবা টেলিকম সংস্থার

গাড়িটি কিভাব: সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে সেটির সার্ভিসিং সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নিন । এটি আপনাকে জানাবে যে গাড়িটি সঠিকভাবে সার্ভিসিং করা হয়েছে কি না। গাড়িটি কতটা ভালো করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেটাও বোঝা যাবে ৷

নিবন্ধন পরীক্ষা করুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে, সেটির রেজিস্ট্রেশন আছে কি না সেটাও দেখে নিন ৷ গাড়ির সমস্ত যন্ত্রাংশের তারিখ ছিক আছে কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন ৷ তবে সহজেই জানতে পারবেন গাড়িটি কখন কেনা হয়েছিল ? এই সম্পর্কে তথ্য পাওয়া যাবে ৷ গাড়িটির বয়স কত তাও বোঝা যাবে ।

বীমা: ব্যবহৃত গাড়ি কেনার সময় অবশ্য়ই বীমা আপনার নামে স্থানান্তর করা উচিত। আপনি যদি সময়মতো এটি না করেন তবে আপনি আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন।

TVS Ronin-এর আকর্ষণীয় ফিচারের সঙ্গে মেতে উঠুন উৎসবের আনন্দে

একটি টেস্ট ড্রাইভ নিন : ব্যবহৃত গাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই গাড়িটি টেস্ট ড্রাইভ করতে হবে। গাড়িটি চালানোর সময় ব্রেক, ক্লাচ, এক্সিলারেটর ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখে নিয়ে, তবেই গাড়ি কেনার সিদ্ধান্ত নিন। যেকোনওরকম আইনি সমস্যা মেটাতে পুরনো গাড়ি কেনার সময় গাড়ির কাগজপত্র দেখে নেওয়া দরকার।

ABOUT THE AUTHOR

...view details