পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

সাফারি ব্র্যান্ডের 27 বছর পূর্তি, বিশেষ এডিশনের SUV লঞ্চ টাটা মোটরসের - TATA SAFARI STEALTH EDITION LAUNCH

হ্যারিয়ার এবং সাফারি মডেলের জন্য স্টিলথ সংস্করণ চালু করেছে টাটা মোটরস ৷ ব্ল্যাক ম্যাট ফিনিশ এবং কালো রঙে পাওয়া যাবে এই দু’টি মডেল ৷

safari and harrier
টাটা সাফারি এবং হ্যারিয়ারের স্টিলথ সংস্করণ (ছবি Tata Motors)

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2025, 9:30 PM IST

হায়দরাবাদ:টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারি এসইউভির স্টিলথ এডিশন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে । দু’টি মডেলের দাম ঘোষণা করা হয়েছে ৷ SUV সেগমেন্টের দু’টি মডেল এক্সক্লুসিভ ম্যাট কালো রঙে লঞ্চ করা হয়েছে ৷ যা এগুলোর লুক আরও আধুনিক করেছে ৷ এটির লুক আগের চেয়ে আরও প্রিমিয়াম এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। এই বিশেষ সংস্করণ অন্যান্য এডিশনের থেকে আরও আকর্ষণীয় ৷

16 হাজার টাকা ছাড় নতুন Jawa 350 লিগ্যাসি এডিশনের বাইকে

ডিজাইন
টাটা হ্যারিয়ার এবং সাফারির এই বিশেষ সংস্করণটি এক্সক্লুসিভ ম্যাট কালো রঙের হওয়ায় এটির অন্যান্য় এডিশনের থেকে আকর্ষনীয় । সামনের অংশে কালো গ্রিল, কালো অ্যালয় হুইল এবং কালো ORVM। উভয় SUV-র ডিজাইন বিশেষ সংস্করণের মতোই করা হয়েছে, দুটি SUVই দেখতে আকর্ষণীয়।

ফিচার
স্ট্যান্ডার্ড সাফারি এবং হ্যারিয়ারের দু’টি SUV-র অভ্যন্তরীন ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে ৷ আগের থেকে আরও বেশি প্রিমিয়াম এবং স্পোর্টস লুকিং পেয়েছে ৷ এটিতে 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা, বায়ুচলাচলযুক্ত সামনের আসন, প্যানোরামিক সানরুফ, টেলগেট, ডুয়াল-জোন তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাল্টিকালারিং আলো এবং লেভেল-2 ADAS টেকনোলজি ।

ইঞ্জিন বিকল্প
টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারি এসইউভির স্টিলথ সংস্করণ ভ্যারিয়েন্টগুলিতে কোনও যান্ত্রিক পরিবর্তন করা হয়নি। আগের মতোই 2 লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। এর ইঞ্জিনটি 170 হর্স পাওয়ার এবং 350 এনএম টর্ক উৎপন্ন করতে পারে । এর ইঞ্জিনটি 6-স্পিড ম্যানুয়াল, 6-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত।

টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারি এসইউভির স্টিলথ এডিশন ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করেছে এর এক্স-শোরুম দাম 25.09 লক্ষ টাকা থেকে শুরু। এটির নতুন সংস্করণে, টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারি-তে একটি স্টিলথ ব্ল্যাক ইন্টেরিয়র থিম রয়েছে এবং এর বাইরের অংশ ম্যাট ব্ল্যাক।

টাটা সাফারি স্টিলথ সংস্করণ

  • স্টিলথ এডিশন এমটি - 25.29 লক্ষ টাকা
  • স্টিলথ এডিশন AT - 27.34 লক্ষ টাকা
  • 6-সিটের AT Stealth Edition - 26.88 লক্ষ টাকা

টাটা হ্যারিয়ার স্টিলথ সংস্করণ

  • স্টিলথ এডিশন এমটি - 25.09 লক্ষ টাকা
  • স্টিলথ এডিশন AT - 26.24 লক্ষ টাকা

বুকিং শুরু মাহিন্দ্রার দু’টি বৈদ্যুতিক এসইউভি-র

ABOUT THE AUTHOR

...view details