হায়দরাবাদ:টাটা হ্যারিয়ার এবং টাটা সাফারি এসইউভির স্টিলথ এডিশন ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে । দু’টি মডেলের দাম ঘোষণা করা হয়েছে ৷ SUV সেগমেন্টের দু’টি মডেল এক্সক্লুসিভ ম্যাট কালো রঙে লঞ্চ করা হয়েছে ৷ যা এগুলোর লুক আরও আধুনিক করেছে ৷ এটির লুক আগের চেয়ে আরও প্রিমিয়াম এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। এই বিশেষ সংস্করণ অন্যান্য এডিশনের থেকে আরও আকর্ষণীয় ৷
ডিজাইন
টাটা হ্যারিয়ার এবং সাফারির এই বিশেষ সংস্করণটি এক্সক্লুসিভ ম্যাট কালো রঙের হওয়ায় এটির অন্যান্য় এডিশনের থেকে আকর্ষনীয় । সামনের অংশে কালো গ্রিল, কালো অ্যালয় হুইল এবং কালো ORVM। উভয় SUV-র ডিজাইন বিশেষ সংস্করণের মতোই করা হয়েছে, দুটি SUVই দেখতে আকর্ষণীয়।
ফিচার
স্ট্যান্ডার্ড সাফারি এবং হ্যারিয়ারের দু’টি SUV-র অভ্যন্তরীন ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে ৷ আগের থেকে আরও বেশি প্রিমিয়াম এবং স্পোর্টস লুকিং পেয়েছে ৷ এটিতে 12.3-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা, বায়ুচলাচলযুক্ত সামনের আসন, প্যানোরামিক সানরুফ, টেলগেট, ডুয়াল-জোন তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাল্টিকালারিং আলো এবং লেভেল-2 ADAS টেকনোলজি ।