পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

শুরু গাড়ি উৎসব! 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় টাটা মোটরস-এর - Tata Motors Festive Offer - TATA MOTORS FESTIVE OFFER

Tata Motors Festival Cars Offers: দেশে জুড়ে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়ছে ৷ ক্রেতাদের কথা ভেবে SUV-সহ বিভিন্ন মডলের গাড়িতে ছাড় দিচ্ছে টাটা মোটরস। 'ফেস্টিভ্যাল অব কারস' উৎসবের আওতায় এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ৷

Tata Motors Festival Cars Offers
নতুন গাড়িতে 2 লক্ষ টাকা পর্যন্ত টাটা মোটরস-এর (টাটা মোটরস)

By ETV Bharat Tech Team

Published : Sep 12, 2024, 2:34 PM IST

হায়দরাবাদ:ক্রেতা টানতে 'ফেস্টিভ্যাল অব কারস' অর্থাৎ গাড়ি উৎসব শুরু হল টাটা মোটরস-এর ৷ এই অফারে এক ধাক্কায় 65 হাজার টাকা পর্যন্ত কমতে পারে গাড়ির দাম ৷ Tata Motors-এর নতুন গাড়ি কিনলেই এই অফার পাবেন ক্রেতারা ৷ SUV- গাড়িতেও বিশেষ ছাড় দিচ্ছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি ৷ আগামী 31শে অক্টোবর পর্যন্ত টাটা মোটরস-এর এই কার ফেস্টিভ্যাল অফার চলবে। এই সময়ের মধ্যে গাড়ি কিনলেই গ্রাহকরা ছাড় পাবেন সব থেকে বেশি ৷ এমনটাই জানানো হয়েছে টাটা মোটরসের পক্ষ থেকে ৷

ভারতীয় বাজারে এল আইফোন 16, দাম কত, কী কী ফিচার ? দেখে নিন

Tata Motors-এর সবচেয়ে সস্তা গাড়ি হল Tiago ৷ এর এক্স-শোরুম দাম এখন 5 লক্ষ টাকার কম। এটি কিনলে সর্বোচ্চ 45,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা । তাই যদি উৎসবের মরশুমে গাড়ি কেনার কথা ভাবেন তবে এখনই সেরা সময় সাশ্রয়ী মূল্যে গাড়ি কেনার ৷

TATA Tiago (টাটা মোটরস)

TATA Tiago:এই গাড়িটির এক্স শোরুম দামের উপর প্রায় 65 ​​হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে । এটির এক্স-শোরুম মূল্য এখন 4 লাখ 99 হাজার 900 টাকা। টাটা মোটরস -এর গাড়ি উৎসবে এটি প্রযোজ্য ৷

Tata Nexon: টাটা মোটরসের-এর জনপ্রিয় SUV Nexon ৷ এটি পেট্রল এবং ডিজেল ভেরিয়েন্টে পাওয়া যায় ৷ এই দু’টি ইঞ্জিনের ক্ষেত্রে 80,000 টাকার দাম কমেছে । Tata Nexon-এর নতুন এক্স-শোরুম দাম এখন শুরু হচ্ছে 7 লাখ 99 হাজার 990 টাকা থেকে। এর উপর ছাড় দেওয়া হচ্ছে 80 হাজার টাকা পর্যন্ত ৷

নামমাত্র রক্ষণাবেক্ষণ খরচ এই 5টি গাড়ির, দেখে নিন সেই তালিকায় কোন মডেলগুলি রয়েছে

Tata Altroz (টাটা মোটরস)

Tata Altroz:টাটার এই মডেলে'ফেস্টিভ্যাল অফ কার' অফারের আওতায় 45 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ৷ এটি প্রিমিয়াম হ্যাচব্যাক মডেল ৷ নতুনের এক্স-শোরুম দাম এখন শুরু হচ্ছে 6 লাখ 49 হাজার 900 টাকা থেকে।

SUV Safari (টাটা মোটরস)

SUV Safari:এই অফারে সব থেকে বেশি ছাড় দেওয়া হচ্ছে সময় টাটা মোটরসের SUV Safari তে ৷ এক্স শোরুম প্রাইসের উপর 1.80 লক্ষ টাকা কমানো হয়েছে। নতুন X-Sorum-এর দাম এখন 15.49 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে ৷

পুজোর আগেই ফ্লিপকার্টে শুরু হচ্ছে 'বিগ বিলিয়ন ডে' সেল

Tata Harrier (টাটা মোটরস)

Tata Harrier: SUV Harrier এর ক্ষেত্রেও উৎসবের অফারের অংশ হিসাবে 1.60 লক্ষ টাকা কমানো হয়েছে ৷ Harrier-এর নতুন এক্স-শোরুম দাম এখন শুরু হচ্ছে 14 লাখ 99 হাজার টাকা থেকে ।

Tata Tigor (টাটা মোটরস)

Tata Tigor: Tata Motors-এর এন্ট্রি-লেভেল সেডান Tigor 30,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এখন নতুন এক্স-শোরুম মূল্য 5 লাখ 99 হাজার 900 টাকা থেকে শুরু হচ্ছে। টিগরের পেট্রল ও সিএনজি ভ্যারিয়েন্টের দামও কমানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details