নয়াদিল্লি:কমদামি নয়,দেশ জুড়ে বিলাসবহুল স্মার্টফোনের বিক্রি বাড়ল রেকর্ড পরিমাণ ৷ চলতি বছরের তৃতীয়ত্রৈমাসিকে দেশজুড়ে বিলাসবহুল স্মার্টফোনের বিক্রি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যহারে, বছরের হিসেব যা প্রায় 80 শতাংশের কাছাকাছি ৷ একটি সমীক্ষায় এই তথ্য জানিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা ৷
কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে 1লক্ষ টাকা বা তার বেশি দামের স্মার্টফোনের রফতানি 20 শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 10 শতাংশ বেড়েছে ৷ এই বছরের প্রথমার্ধে, 1 লক্ষ টাকা এবং তার থেকে বেশিদামের স্মার্টফোনের রফতানিতে ভারতের শেয়ার ছিল এক শতাংশের একটু বেশি। এই প্রসঙ্গেই কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক তরুণ পাঠক বলেছেন, "স্যামসাং গ্যালাক্সি ফোল্ডেবল মডেল এবং নতুন অ্যাপল আইফোন সিরিজ বাজারে আসার সঙ্গে রফতানিতে ভারতের শেয়ার আরও একটু বৃদ্ধির সম্ভাবনা আছে।"
তিনি আরও উল্লেখ করে, 2021 সালে দেশে বিলাসবহুল বা সুপার-প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি 14 শতাংশ বেড়েছে । পরের বছর অর্থাৎ 2022 সালে 96 শতাংশ এবং 2023 সালে 53 শতাংশ বৃদ্ধি পেয়েছে । 2023 সালে, স্যামসাং-এর সুপার-প্রিমিয়াম মডেলের বিক্রি উল্লেখযোগ্য হারে বেশি ছিল ৷ বাজারে 52 শতাংশ শেয়ার অর্জন করেছিল স্যামসাংয়ের এই মডেল ৷ যেখানে অ্যাপলের শেয়ার ছিল 46 শতাংশ।